![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি, আমার অপেক্ষার মাঝে, তুই আর আসবি না--!
জানি,এ দু' চোখ বেয়ে, যখন বৃষ্টি নামবে
সেই বৃষ্টিতে তুই ভিজবি না!
সব কিছুতে আমাকে হারিয়ে দিয়ে গেলেও,
ভালোবাসাতে হারাতে পারবি না, আমি তা হতে দিব না!
কষ্টের সাথে আপোষ করে বেঁচে থাকবো- তবু
তোকে জানতে দিবো না!
সুখময় ক্ষণগুলো কিভাবে মিথ্যে হয়ে গেলো,
আর জানতে চাইবো না!
জানি, তুই ভালো থাকবি, ভালোবাসার অভাব হবে না।
কষ্টটা আমার-ই ছিলো, তোর থাকবে না!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
শাহজাহান মুনির বলেছেন: কষ্টটা আমার-ই ছিলো, তোর থাকবে না!
দারুণ ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।