![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা-ঘাটে, বাসে, ট্রেন -এ কিংবা বাজার বা যেকোনো ষ্টেশন এ
যতই সাবধানে মেয়েরা চলুক না কেন -
এরা কোন না কোন ভাবে মেয়েদের মেয়েদের স্পর্শ করার চেষ্টা করবেই-!
কাজে বাইরে গিয়েছিলাম-রাস্তার এপার থেকে ওপার যাওয়ার পথে এক কুত্তা পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই হাতের মধ্যে হাত লাগিয়ে চলে যায়-!
সাথে ছাতা ছিলো- ঘুরে মারতে গিয়েছিলাম মামনি হাত টেনে ধরে-!
শুধু কুত্তার বাচ্চা বলতে পেরেছি...!
কিন্তু বাসায় আসার পর থেকে ঘিন ঘিন লাগছে ......! ( ৭/৮ দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম) ।
এটা শুনে অনেকেই পর্দা আর হিজাবের কথা বলে! এদের বোঝানো যায় না, এইসব কুত্তাদের সামনে , বস্তা পড়ে গেলেও এরা কোন না কোন ভাবে মেয়েদের স্পর্শ করার চেষ্টা করে!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানসিক অসুস্থ ভেবে এরা পার পেয়ে যায়! আসলে কিন্তু এরা “জাতে মাতাল তালে ঠিক”! হু! ছাতার ব্যবহার দরকার ছিলো কিন্তু মা- জননীর জন্য পারি নাই! ধন্যবাদ!
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
মোমেরমানুষ৭১ বলেছেন: এগুলো বিকৃত মানসিকতারই বহিপ্রকাশ। তবে ছাতার সুষ্ঠ ব্যবহার কাম্য ছিল
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমরা ভাবি এরা মানসিক অসুস্থ কিন্তু এরা তা না-! ছাতার ব্যবহার করতে না পেরে আমি নিজেই আফসোস করি কিন্তু মা- জননীর জন্য পারি নাই! ধন্যবাদ!
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: মানসিক অসুস্থতা। তবে ছাতার ব্যবহারই দরকার ছিল।পরবর্তীতে এই কাজ করতে গিয়ে দুইবার ভাবতো।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: মানসিক অসুস্থতা। তবে ছাতার ব্যবহারই দরকার ছিল।পরবর্তীতে এই কাজ করতে গিয়ে দুইবার ভাবতো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমরা ভাবি এরা মানসিক অসুস্থ কিন্তু এরা তা না-! ছাতার ব্যবহার করতে না পেরে আমি নিজেই আফসোস করি কিন্তু মা- জননীর জন্য পারি নাই! ধন্যবাদ!
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
চারশবিশ বলেছেন: কুত্তারে অপমান করলেন আপা
আমি কিন্তু ইভ টিজার না অত্যন্ত ভাল ছেলে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তবুও যদি কুত্তা থেকে কুকুর হয় কিংবা ডগি!
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
ঢাকাবাসী বলেছেন: ভীড় বেশি থাকলে ছাতা হোক ব্লেড হোক মেরে বসবেন। মুখে মারবেন তাতে ব্যাক্তিত্ব হারিয়ে যায়, রিএক্ট করতে পারেনা!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! এদের থেকে বাঁচতেএন নিজেদের রক্ষা করতে কিছু তো করা উচিত।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
চটপট ক বলেছেন: সাথে ছাতা ছিলো- ঘুরে মারতে গিয়েছিলাম মামনি হাত টেনে ধরে-!
শুধু কুত্তার বাচ্চা বলতে পেরেছি...
পরেরবার ছাতার ব্যাবহার দেখতে চাই
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
সূর্য হাসান বলেছেন: মানসিক অসুস্থতা। তবে ছাতার ব্যবহারই দরকার ছিল।পরবর্তীতে এই কাজ করতে গিয়ে দুইবার ভাবতো।