![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চামড়া বা শ্রেণিভেদে মানুষকে মূল্যায়ন করি না। একজন মানুষের মানসিকতা এন রুচি বোধ দেখে তাকে মূল্যায়ন করি। কিন্তু অনেকেই আছেন যারা এক শ্রেণীর মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে! অনেকেই মনে করে নিম্ন বা মধ্যবিত্তরাই ভালোর কাতারে পরে! ভাল কিছু গুন থাকলে তা তাদের মধ্যেই বেশি থাকে। এন সাদা চামড়ার মানুষের থেকে কালো চামড়ার মানুষেরাই ভাল হয় বেশি! যেন সাদা চামড়া বা বিত্তবানরা খারাপ-ই হবে এই ধারনা নিয়ে তারা বসে থাকেন! আসলেই কি তাই? ভাল- মন্দ চামড়া বা শ্রেণী ভেদে গড়ে উঠে না। সাদা-কালো , বড়লোক/ ছোটলোক/ রিকশাওয়ালা/ গাড়ীওয়ালা যেকোনো মানুষের মধ্যে ভাল- মন্দ দিক থাকতে পারে। এটা ডিপেন্ড করে মানুষটার উপর তার চামড়া বা তার শ্রেণীতে নয়। আবার -
সাদা চামড়ার মানুষের কালো চামড়ার মানুষের প্রতি যতটা না বিদ্বেষ থাকে, কালো চামড়ার মানুষের সাদা চামড়ার মানুষের প্রতি বিদ্বেষ থাকে থাকে তার থেকেও বেশি!
ছোট ভাই/বোনদের প্রতি বড় ভাই/বোনদের যতটা না অভিযোগ থাকে-
বড় ভাই/বোনদের প্রতি ছোট ভাই/বোনের অনেক অভিযোগ থাকে! এটা -
বন্ধুদের সাথে করা ছোট্ট এক জরিপে দেখেছি-!
অন্যদের ধারনা কি জানতে চাই?
©somewhere in net ltd.