![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা মানুষের কাছে হাত পাতে আমরা তাদের ভিক্ষুক বলে থাকি। কিন্তু সরকারি কর্মকর্তারাও যে এক প্রকার ভিক্ষুক তা যতবার-ই সঞ্চয় অফিসে যাই দেখতা পাই!ঘুষ ছাড়াও এরা কারনে-অকারনে মহিলাদের কাছ থেকে আজ চা খাওয়ার টাকা তো কাল নাস্তা খাওয়ার টাকা পরশু ঈদ/ পূজার বকশিশ নেয় এন বেহায়ার মত মহিলাদের কাছে হাত পাতে!অবাক হই তাদের এইসব কর্মকাণ্ড দেখে!না দিলে দেখা যায় তারা ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে! বুঝতে পারি না লাজ-লজ্জার মাথা খেয়ে তারা কিভাবে ভিক্ষার হাত বাড়ায়?
দু/ একবার মামনির কাছ থেকেও নিয়েছে- আমি যেই চোখে- মুখে রাগ এন বিরক্তির ভাব দেখিয়েছি- তখন থেকে আমাকে দেখলে ইতস্তত করে কিন্তু সেই বেহায়ার মত ভিক্ষা চাওয়ার অভ্যাস ছাড়েনি ! এই নিয়ে বেশ আগে ইত্তেফাকের পাঠকের অভিমতে লিখেছিলাম কিন্তু লিখলেই কি আর না লিখলেই কি?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একখান টাকা দিয়া যান আমি সরকারি ইনসান ---এই গান তাদের জন্য!
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
সেলিম মোঃ রুম্মান বলেছেন: লজ্জা থাকলে কি আর ভিক্ষা করে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই ভাই!
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... ভিক্ষাবৃত্তি এদের মজ্জায় ঢুকে গেছে...
একটা হাদিস আছে, "যে ব্যাক্তি ভিক্ষাবৃত্তির দ্বার খোলে, আল্লাহ তা'লা তার জন্য দারিদ্রের দ্বার খোলেন"। সুতরাং বুঝতেই পারছেন এদের অবস্থা!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই!দারিদ্রতা এদের স্পর্শ করে না! আর করলেও এরা সেই এক-ই পদ্ধতিতে আবার অবস্থার পরিবর্তন করতে পারে!
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
এসএমফারুক৮৮ বলেছেন: +++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একখান টাকা দিয়া যান আমি সরকারি ইনসান ---এই গান তাদের জন্য!
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, এরা যে দরিদ্র তার প্রমাণ এদের চাহিদা শেষ হয় না !!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা হা !একখান টাকা দিয়া যান আমি সরকারি ইনসান ---এই গান তাদের জন্য!
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
শূন্য পথিক বলেছেন: বিনা পুঁজির কারবার
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
লোপা এসহক বলেছেন:
বুঝতে পারি না লাজ-লজ্জার মাথা খেয়ে তারা কিভাবে জনসমক্ষে ভিক্ষার হাত বাড়ায়?