![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা পার্লার গুলোতে যেমন ঠিক মত সেবা পাওয়া যায় না-
তেমনি ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা বেশির ভাগ কিন্ডার গারটেন স্কুল এন ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে পড়াশুনাও খুব একটা ভাল হয় না- এখানে চলে নানা দুর্নীতি ! তার মধ্যে প্রধান-
স্কুলে ছাত্র /ছাত্রী ধরে রাখার জন্য একদম গাধা গুলাকে এমনি এমনি পাশ করিয়ে দেয়া, ভুলকে সঠিক বলে চালিয়ে দেয়া ( আমার কাজিনের অভিজ্ঞতায়- দ্বিতীয় শ্রেণীর ফাস্ট বয় - একটা ভাগ অঙ্ক করেছে ঠিক- ই কিন্তু সেখানে গুন চিহ্ন দিয়ে রেখেছিলো , সেই অঙ্ককে সঠিক বলে চালাতে বলা হয়েছে!) এন শতভাগ পাশ দেখানো আর বছর শেষে বাড়ী বাড়ী গিয়ে ভোট চাওয়ার মত করে ছাত্র /ছাত্রী জোগাড় করা! কিছু কিছু দুর্নীতি অবাক করার মত! এবং শিক্ষকদের এক প্রকার বাধ্য করা হয় এইসব দুর্নীতি করতে, আর এইসব দুর্নীতির বিরুদ্ধে গেলেই- “ চাকরিটা আমি হারিয়ে ফেলেছি বেলা শুনছো” - এরকম পরিস্থিতির শিকার হতে হয়! নিজস্ব পরিচালনায় পরিচালিত এইসব স্কুলগুলোর জন্য- ও সুনির্দিষ্ট কিছু নিয়ম-কানুনের দরকার আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সত্যি ভাই- খুব-ই বিপদজনক অবস্থা!
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
অরিন্দম বোস বলেছেন: বাবারে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাবারে !
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
মদন বলেছেন: জটিল অবস্থা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভয়ানক অবস্থা!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
নূর আদনান বলেছেন: এসব আসলে স্কুল নয় বিজনেস
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! শুধুই বিজনেস !
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
আন্ধার রাত বলেছেন:
আমার জানা সিলেটের একটি কিন্ডাগার্টেনে এক টিচারের নিশ্চিত ভুল
আরেক টিচার শুধরে দিতে ভয় পান। যদি ভুলকারিনী ফ্যাসাদ লাগিয়ে দেন এই ভয়ে। বাচ্চারাও বাধ্য হয়ে ভুল লিখে কারন যদি টিচার মার্ক কেটে দেন, ওই টিচারইতো পেপার দেখবেন।