![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* দারুন বৃষ্টি হচ্ছে ... ভিজবি?
# হু... যদি...
*যদি তোর মাথায় বরফ পরে আমি হেল্প করবো -- ভয় নেই বুঝলি?
#উহু! যদি!না থাক বলবো না ...।
*বলে ফেল।।?
#হাত ধরে ভিজতে হবে... রাজি?
*আচ্ছা এক আঙ্গুল দিবো -- হাত না কেমন?
#হু! তারপর ভেজার মাঝে তোর চোখের মাঝে ডুব দেবো --- রাজি?
*ইসসস! মানুষ পুকুরে ডুব দেয় আর তুই আমার চোখে ?
#হু! তোর চোখের মাঝে হারাবো ... কিভাবে জানিস?
তোর দুই কাঁধে হাত রাখবো তারপর তোর চোখের দিকে গভীর ভাবে তাকাবো , বৃষ্টির জলে তুই চোখ বন্ধ করবি একটু পর পর-- তারপর......?
*হু! খুব রোমান্টিক যে...?
#ভাল লাগছে না তোর ...?
*হুম!লাগছে!
#কল্পনার কল্পিত জগতে চোখ বন্ধ কর-----! বিজি তুই? অনুভব করছিস আমার কথা?
*হুম! শুনছি তো -- অ্যাই চোখ বন্ধ করলে ভিজবো কিবভাবে?
#চোখ বন্ধ কর! শোন , বৃষ্টির জল তোর কপাল, চোখ , নাক, ঠোট, গাল বেয়ে পড়বে আমি আলতো করে ছুঁয়ে দিবো ! গভীর ভাললাগার আবেশ থেকে, গভীর ভালবাসা থেকে আলতো করে ছুঁয়ে দেবো ! চেয়ে চেয়ে দেখবো ------!
*হু! আর আমি ধাক্কা দিয়ে ফেলে দিবো ......!
#তারপর আমি আলতো করে তোকে কাছে টেনে আনবো ! তুই আমার ঘাড়ে মাথা রাখবি! তোকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে -- দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো ---! কোন পাপ বা মনে অন্য কিছু না-- ! শুধু গভীর ভাললাগার আবেশ থেকে---! রাজি?
*অই শয়তান, এই বৃষ্টির দৃশ্য কার সাথে ছিল রে? আমি তো বললাম- ধাক্কা দিয়ে ফেলে দিবো ---?
#কারো সাথেই না হারামি! তোকে নিয়েই ভাবলাম-- আঘাত করে থাকলে সরি!
*আমি কি বলেছি আঘাত করেছিস? ওকে রাজি !
#যখন বৃষ্টি শেষ হবে তখন তোর কপালে ভাললাগার অনুভূতির চিহ্ন এঁকে দিবো ! তারপর তোকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসবো এন তোর ভেজা চুল মুছে দিবো !রাজি?
*হু! তুই তো সিনেমার নায়ক তাই না?
#তারপর এক কাপ চা বানিয়ে খাবো দুজনে! আমি মন থেকে বললাম- আর তুই খোঁচা দিলি?
*চা টা কে বানাবে- শুনি ?
#আমি !
*ধন্যবাদ!
#যা যা বলছি রাজি?
*রাজি রে! তবে আমি তো চুপচাপ থাকবো না এন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো না-- ছুটোছুটি করবে-- ধরতে পারলে---?
#ধরতে পারলে কি?
*আরে ! গাধা-- আমি ছুটোছুটি করবো --!
#ওকে আমি তোকে ছুটে ছুটে ধরবো ----তুই শাড়ি পড়বি কেমন?
ব্যাস.........যদি কোনোদিন এই স্বপ্ন পুরন না হয় তাই এখান থেকেই আমরা আবার ফিরে আসি বাস্তবে তাই না---?
তবুও কত মধুর ছিল সেই কল্পিত জগত, কতটা জীবন্ত -- বৃষ্টির দিনে বৃষ্টি দেখে কিংবা ভিজে কল্পনা করলে আমি সত্যি সত্যি অনুভব করি সেই তোকে আজও ----! মিস করছি-- অনেক মিস করছি তোকে --! অনেক্ষন বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে-- চোখের আর বৃষ্টির পানির সাথে লুকোচুরি খেলে একাকি বিষণ্ণ মনে ছাদ থেকে নেমে এসেই লিখলাম--!
©somewhere in net ltd.