![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাডামের হাতগুলো কি ফর্সা ! ক্লাসে এক মেয়ে বলতেই লজ্জায় পড়ে গেলাম...!
( যতটা বলছে ততটা ফর্সা কিন্তু না।) যদিও ততক্ষনে আর একজন বলে ফেলছে ম্যাডামের তো গোটা শরীরটাই ফর্সা! (কেউ পিচ্চিদের এই কথাকে অন্যভাবে নিবেন না) এইবার লজ্জা থেকে চরম লজ্জায় পড়তেই -
প্রথমজনের প্রশ্ন--ম্যাডাম আপনি কি সাবান ব্যাবহার করেন?
পিচ্চি বাচ্চারা এমন সব প্রশ্ন করে!আবার ওরা মনে করে ওদের স্যার বা ম্যাডামের সব কিছুই বুঝি স্পেশাল !
যাক- বললাম লাক্স সাবান ব্যাবহার করি। (এখন এইটুকু পিচ্চিদের কিভাবে বলবো বা বোঝাবো ফর্সা/কালো রঙ সাবানের উপর নির্ভর করে না!)
এইতো দুই দিন আগে ক্লাস চলাকালীন এক ছাত্র হাতের মেহেদী ( ঈদ এর মেহেদী তখনো ছিলোই) দেখে বলে - ম্যাডাম আপনি কি মেহেদী দিয়েছেন? নাম কি? আমিও দিয়েছি ম্যাডাম! বললাম- স্মার্ট গোল্ড। বলতেই পিচ্চি ছাত্রটা বলে- আপনার মেহেদীটা এক নাম্বার মেহেদী তাই না ম্যাডাম? কি বলবো বুঝে পাই না! বললাম- তোমারটাও তো সুন্দর।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বললে- একজন শিক্ষক হিসেবে যেভাবে তাদের বোঝানো দরকার সেভাবেই কিছু বলতাম! বাচ্চাদের মনে অনেক প্রশ্ন আসে, আমাদের চেষ্টা করা উচিৎ সেভাবেই তাদের বোঝানো ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: তাই নাকি !! তা আর কি কি প্রশ্ন করে?
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!তাই সময় করে বলবো আর একদিন।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১
এন ইউ এমিল বলেছেন: অল্প কয়টা দিন পিচ্ছিদের ক্লাশে টিচার হওয়ার অভিজ্ঞতা ছিল,
পিচ্চিরাযে এত বিচ্ছু হয় আগে বুঝিনাই?
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটাকে ঠিক বিচ্ছুগিরি বলবো না , এটা কৌতূহলী মনের ব্যাপার ।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরো বলতে পারতেন, ফেয়ার এন্ড লাভলী মেখে এতো ফর্সা হয়েছি !!
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভুলে গেছিলাম ভাই!
৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
নীলতিমি বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????
৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯
পথহারা সৈকত বলেছেন: ভাগ্যিস.........আই লাভ ইউ বলেনি। বল্লে কি করতেন?????
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বললে- একজন শিক্ষক হিসেবে যেভাবে তাদের বোঝানো দরকার সেভাবেই কিছু বলতাম! বাচ্চাদের মনে অনেক প্রশ্ন আসে, আমাদের চেষ্টা করা উচিৎ সেভাবেই তাদের বোঝানো ।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
অবাধ্য সৈনিক বলেছেন: :!> :!>
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????
৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
অবাধ্য সৈনিক বলেছেন: :!> :!>
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????
৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
বাধা মানিনা বলেছেন: বাচ্চা ভয়ন্কর কাচ্চা ভয়ন্কর
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! সেরকম- ই বলা যায় কিন্তু মেয়েটার কথায় হীনমন্যতা বোধ ছিলো- সে আমার থেকে ফর্সা না বা সেরকম না!
১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
সূর্য হাসান বলেছেন: @ আরিফুর রহমান বাবুল
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বললে- একজন শিক্ষক হিসেবে যেভাবে তাদের বোঝানো দরকার সেভাবেই কিছু বলতাম! বাচ্চাদের মনে অনেক প্রশ্ন আসে, আমাদের চেষ্টা করা উচিৎ সেভাবেই তাদের বোঝানো ।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯
প্রফেসর সাহেব বলেছেন: kowsole nijer ruper bornona r ki . Beparna
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! যে যেটা বোঝে আর কি?! ?
১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩
আরিফুর রহমান বাবুল বলেছেন: তা বুঝাতেন বুঝলাম, কিন্তু কি ভাবে বুঝাতেন, ব্যাখা করেন...................শিক্ষকের অবস্হা টা দেখতে চাই যে, আমার ম্যাডাম এর উত্তর কি ভাবে হয়, এই বিষয়ে কতটুকু এ্যাকপার্ট..।
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বলবো না কারন আপনি আমার ছাত্র না- !
১৩| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
ভিটামিন সি বলেছেন: কাউয়া আবার ফর্সা নি?
০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলেই তো- !
১৪| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
ওবায়েদুল আকবর বলেছেন: এখন কার বাচ্চারা এসব প্রশ্ন করার সুযোগ পায় আগেকার বাচ্চারা একশ বার ভাবত এরকম প্রশ্ন করতে। ভাবুন বাবা-মা টিচারের কাছে ছাত্রকে তুলে দিয়ে বলছে মাংস সব আপনি তুলে নিয়েন আমাকে হাড্ডি দিলেই চলবে!!!!
আমি কিন্তু ভার্সিটি লাইফ বাদে জীবনে হাতে গোনা দুই তিনটা বাদে ভালো মানে নরম সরম মিস পাইনাই। সব ম্যাডামগুলিই কেমন যেন দজ্জাল টাইপের হয়। সারাক্ষণ কেমন যেন খ্যাপা খ্যাপা মনে হত, মনে হত বাসা থেকে ঝগড়া করে আসছেন।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
শাহরিয়ার নীল বলেছেন: হমমমমমমমমমমমমমমমমমমমমমমম
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩
আরিফুর রহমান বাবুল বলেছেন: ভাগ্যিস.........আই লাভ ইউ বলেনি। বল্লে কি করতেন?????