নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কষ্ট নামক ভালোবাসার চাদর ...।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

তোকে ঘিরে থাকা কিছু সুখ, কিছু ভালোলাগা..........



কিছু নীরবতা কিছু উদাসীনতা.........



কিছু কষ্ট কিছু অপেক্ষা......



এসব কিছুই আমাকে এমন ভাবে...



ভাবিয়ে তোলে যে আমি সেই ভাবনা থেকে



বের হতে পারি না ...!



পারি না সেই সব কিছু ভুলে যেতে.........



প্রতিটাক্ষণ তুই আমাকে জড়িয়ে রাখিস......



কষ্ট নামক ভালোবাসার চাদরে ...।



সেই চাদরে নিজেকে জড়িয়ে রাখতে খুব কষ্ট হয়--



খুব কষ্ট হয়, কতবার ভেবেছি ভুলে যাবো...



কিন্তু পরক্ষনেই এমন কিছু ঘটে যে ...... আমি



আরও বেশি করে তোর ভাবনায় জড়িয়ে যাই--!



আর এভাবেই সেই কষ্টগুলোও



একসময় ভালোলাগায় পরিণত হয়......।।



আর সেই কষ্ট কষ্ট সুখের মাঝেই যেন



এক অদ্ভুদ ভালোলাগা আর ভালোবাসার



স্পর্শ খুঁজে পাই- তাই তো......



এই কষ্টের চাদর জড়িয়েও আমি তোকে ভালোবেসে যাই !



সবাই আমাকে তোকে ভুলে যেতে কত



কারন দেখায় কিন্তু আমি তোকে মনে রাখার



একটাই কারন তাদের দেখাই-



আমি তোকে আজও ভালোবাসি সত্যি ভালোবাসি......



তাই তো এত কিছুর পর ও তোকে ভালোবাসে যাই- !





মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: হাজীর বেটি, নিজে লেখচুইন না কারটা কপি পেষ্ট মারছুইন।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না রে ভাই--! এত সহজ ভাষা কিংবা অনুভূতি কি চুরি করে লিখতে হয়? এতো প্রতি সময়ের এক ভালোলাগার অনুভব--!

২| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: ভালা হইছে। খুউব। আইজকা ঝগড়া করতাম না। আইন মিইল্লা যাই।

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পুতুল পুতুল ভাবীটার নং দিন আপনার নামে একটু কমপ্লিন করতে হইবো---- আপনি এত্তগুলা পচা!

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

ভিটামিন সি বলেছেন: ঠিকাছে, আগে আপনারটা দেন। তারপর ওরে বলিতেছি যেন আপনাকে কল দেয়। আপনি আমার লেখা পড়েছেন??? আমার খুব ভালো লাগতেছে। যাই হউক, আপনার লেখায় দুষ্টুমি করে কমেন্ট করি, কারণ আপনিও সহজভাবে তার জবাব দেন তাই। মনে কিছু নিয়েন না। দেশে আসলে আপনার বাসায় বেড়াতে আসবো আপনার ভাবীরে নিয়া।

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইডা কি কইলেন? ব্লগে নং দিয়া ফাইসা যাওনের বুদ্ধি! -- হু! পড়েছি কিন্তু সময় মত উইশ করতে পারিনি বলে খারাপ লেগেছে-!শুভ কামনা পুতুল পুতুল ভাবী এবং কাউয়ানী ভাইটার জন্য! না মনে কিছু নেইনি, মনে করলে -সুউউউঅজাআআআআআআআআআআ বলে দিতাম। অবশ্যই আসবেন।

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: এইবার কষ্ট টা ভুলে যাও আপুনি!:)

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভোলা যায় না আপি...।। যতক্ষন না ঘৃণা করতে পাড়ছি ততক্ষন পর্যন্ত না! কারন আমি এই কষ্টটার মাঝেও ওকে খুঁজে পাই!

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শাহজাহান মুনির বলেছেন: সবাই আমাকে তোকে ভুলে যেতে কত

কারন দেখায় কিন্তু আমি তোকে মনে রাখার

একটাই কারন তাদের দেখাই-

আমি তোকে আজও ভালোবাসি সত্যি ভালোবাসি......

তাই তো এত কিছুর পর ও তোকে ভালোবাসে যাই- !



ভালো লাগলো অনেক ।

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

রায়হান চৌঃ বলেছেন: কষ্ট গুলো কে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাত্ত করার কোন মানে হয়না, জনিনা কি সুখ পান....?
সত্যি.... আমার কাছে মনে হ্য় মানুষের জীবনে কষ্টের ছেয়ে সুখের পাল্লাটা ই ভারী... তার পর ও আমরা মনুষ সুখ গুলো ভুলে গিয়ে, কষ্ট টা ই বয়ে বেডাতে মজা পাই...।
ভালো থকবেন... সর্বপরি নিজেকে ভালোবাসুন... দখবেন মজা ই মজা...
আবার ও বলছি নিজেকে..... নতুন করে শিখুন...

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কষ্ট কষ্ট সুখ খুঁজে পাই!

৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

ছণ্ণছাড়া যূবক বলেছেন: চমৎকার লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

শাহরিয়ার নীল বলেছেন: আমি আসবে না নতুন ভাবে
ছুয়ে দিবো না তোমায়,
চারিপাশের আলো ছিড়ে আসুক না হয়ে আঁধার
ধীরে ধীরে যাক না নিভে ঘরের প্রদীপ

..চমৎকার লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.