নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইদিনের দুনিয়ায় ঠুস করে কে কখন মরবে তার ঠিক নেই...মরলেই সব শেষ ---!
তারপরও কত অভিমান-কামড়াকামড়ি-লোভ/লালসা-
আমাদের মধ্যে জমা থাকে--শুধু হুশ থাকেনা মরণের ...!
এক আঙ্কেল আজ মারা গেছেন-কিছুদিন আগে তার একটাই ছেলে সেও মারা যায় (এক বছর ও হয়নি,তার আর কোন ছেলে/মেয়ে নেই)!ছেলে মারা যাওয়ার পর থেকেই আঙ্কেলের ভাই/ভাতিজারা সম্পত্তি দখলের ধান্দায় ব্যস্ত হয়- কখন আঙ্কেল/আন্টি মরবে এই আশায় দিন গুনতে থাকে- আর আজ আঙ্কেল চলে যাওয়াতে আন্টি কতটা অসহায়-কিন্তু অন্যদিকে সেইসব ভাই/ভাতিজারা সব দখলের আশায়--!
হায়রে! মানুষ!মরলে কোথায় সম্পত্তি/ কোথায় কি-- সব ছেড়ে যে ডাক আসলেই চলে যেতে হবে এই চিন্তা নাই--!
©somewhere in net ltd.