![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জে এস সি পরীক্ষার্থী মামাতো ভাই সৌরভ এর আজ জন্মদিন! ওর সাথে দুষ্টামি করবো এই চিন্তায় কিছুখন আগে ওকে উইশ করতে গিয়ে অন্য নং দিয়ে মামীর নং এ ফোন করি ( ওকে এখনো ফোন দেয়া হয়নি)। আমি জানতাম ফোন ও ধরবে- যেহেতু আজ ওর জন্মদিন! কিন্তু ফোনে ওর কণ্ঠস্বর শুনে আমি-ই অবাক হয়ে যাই! ভাবলাম ভুল নং এ ফোন করলাম না কি? দুষ্টামি কি করবো- উল্টো ওকেই জিজ্ঞেস করি- আপনি কে? কারন অষ্টম শ্রেণীতে পড়ুয়া ভাইটা যে বড় হয়ে যাচ্ছে- তা ওর গলার স্বরের পরিবর্তনে বোঝা যাচ্ছে--! কথা বলে বলে শিওর হই- আমার পিচ্চি কাজিন সৌরভ আর পিচ্চি নাই! ( বেশ কিছুদিন পর কথা হলো আজকে- এবং এর মধ্যেই এত পরিবর্তন)!
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! সরি বেওকুব বানানোর জন্য!
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
সূর্য হাসান বলেছেন: ম্নেহভাজনদের চিরকাল সেই নিষ্পাপ ছোট্টটিই মনে হয় সবার কাছে।
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!ঠিক তাই!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
প্যাপিলন বলেছেন: পাঠকও বেকুব হৈল--- !