নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের অনেক সাবধান হওয়া দরকার!

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

এখনো কিছু ছেলে প্রেমের নামে বিয়ের স্বপ্ন দেখিয়ে- কয়েকদিন শরীর শরীর খেলা খেলে-

ভেগে যায় আর তারপর সুরসুর করে বাবা/মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সংসারী হয়! আর মেয়েরা এই শরীর শরীর খেলায় ফেঁসে যায়- কখনো ভালোবেসে/ কখনো ফাঁদে পড়ে/ কখনো বাধ্য হয়ে ( সেচ্ছায় খুব কম-ই শোনা যায়) !

(কয়েকজনের এক-ই রকম প্রতারনার শিকার হওয়ার ঘটনা থেকে লেখা) !

এর উল্টোটাও যে হয় না এমন নয় তবে তা হাতে গোনা! আর এখন তো ছেলেরা প্রেম মানেই দুইদিন পর সেক্স! আবার প্রেমের নামে যার সাথে সেক্স করবে পরে তাকে ফেলেই অন্য কোন ভার্জিন মেয়েকে বিয়ের জন্য খুঁজে বিয়ে করবে! ( উল্টোটাও হয় তবে তা খুব কম) !

এরপর আছে ছেলেরা শরীর শরীর খেলা শেষে ভিডিও করে নেটে ছেড়ে দিবে বা ব্লাকমেইল করবে !( এর উল্টোটা শুনিনি!) !

যেটাই হোক, আমি বলবো - মেয়েদের-ই সচেতন এবং সাবধান হওয়া উচিত

এইসব পুরুষদের ব্যাপারে! পারলে তাদের মুখোশটাও জনসম্মুখে খুলে দেয়া উচিৎ!

( হয়তো এতে সেই মেয়েটার-ই বদনাম হবে আবার তবুও এইসব নগ্ন পুরুষ বা তরুণদের মুখোশ খুলে দেয়া দরকার) !

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এর জন্য দায়ী টা কে আপনার মতে?
আমার যতটুকু মনে হয় আমাদের সচেনতাই দায়ী। পড়াশুনা করে শরীর এর তাগিদটাকে মু্ল্যায়ন করি। কেন?যদি একটু বিবেকটাকে খাটাই তাতে দুষ কোথায়। যে জন্ম থেকে এই বেড়ে ওঠা পর্যন্ত বাপ -মা কতে কষ্ট করেছে তা খিয়াল করিনা, পরুয়া করিনা সমাজ ব্যবস্থা।নিজের খেয়াল আর একটু মনোরন্জরনের জন্য অন্ধকারে নিম্মজিত হই ।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই ধর্মীয় অনুশাসন থেকে আজকাল ছেলে/ মেয়েরা দূরে সরে যাচ্ছে দেখেই এমনটা ঘটছে! এবং সচেতনতা ও মানসিকতাও এর সাথেও জড়িত!

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

নীলসাধু বলেছেন: মেয়েদের অনেক সাবধান হওয়া দরকার! এই শিরোনামের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। শিরোনামে পড়ে মনে হচ্ছে আপনি যাই করুক মেয়েরা (মানে যদি করেও)
তবে তা যেন সাবধানে করে এমনটাই বলতে চাইছেন। তা কি ঠিক হল? এসবতো কারোর করারই কথা নয়। ধর্মীয় অনুশাসন মেনে সুন্দর জীবন গরে তুলুন। ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাবধান হওয়া উচিত বলতে আমি এইসব বিষয় থেকেই দূরে থাকতে বলেছি! এবং অবশ্যই ধর্মীও অনুশাসন মেনে চলা উচিত! ধর্মীয় অনুশাসন মেনে চলছে না দেখেই আজকে প্রেম মানেই সেক্স এর দিকে বেশির ভাগ ছেলেরা যাচ্ছে! মনে হচ্ছে শিরোনাম এবং লেখাটা ঠিক মত না পড়েই কিংবা বিষয়ের গভীরে না গিয়েই কিছু বলেছেন! ধর্মীয় অনুশাসন শুধু মেয়েদের জন্য নয়- এ কথাটা ভুলে যাবেন না!

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

হতাস৮৮ বলেছেন: নীলসাধু'র সাথে একমত ...ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
আর একটা কথা সব দোষ ছেলেদের দিয়ে বসে থাকলেন। কেন মেয়েরা কি নির্বোধ বোঝে না কিছু...একটা ছেলে বলল আর অমনি সব দিয়ে দিলাম। আর আপনার সাথে একমত হতে পারলাম না...বিয়ের জন্য মেয়েরাই বেশি অস্থির থাকে।। আমার অভিজ্ঞতা মতে।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাবধান হওয়া উচিত বলতে আমি এইসব বিষয় থেকেই দূরে থাকতে বলেছি! এবং অবশ্যই ধর্মীও অনুশাসন মেনে চলা উচিত! ধর্মীয় অনুশাসন মেনে চলছে না দেখেই আজকে প্রেম মানেই সেক্স এর দিকে বেশির ভাগ ছেলেরা যাচ্ছে! মনে হচ্ছে শিরোনাম এবং লেখাটা ঠিক মত না পড়েই কিংবা বিষয়ের গভীরে না গিয়েই কিছু বলেছেন! ধর্মীয় অনুশাসন শুধু মেয়েদের জন্য নয়- এ কথাটা ভুলে যাবেন না!

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

প্রফেসর সাহেব বলেছেন: Sironame18+ leka ucit silo

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার মনে হয় না এখানে এমন কিছু আছে যাতে শিরোনামে ১৮+ লেখা দরকার ছিলো! তারপরও বিষয়টা এরপর মাথায় রাখবো!

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
দেখবেন সব ঠিকমত চলছে । তবে মেয়েরা যখন জানে আমি একজন পর পুরুষের সাথে প্রেম প্রেম খেলা খেলবে তখন ত পুরুষেরা চাইবেই....... সুতরাং আপনি যে ধর্মের হন না কেন ধর্মীয় অনুশাসন মেনে চলুন।দেখবেন সব ঠিক মত চলছে ।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাবধান হওয়া উচিত বলতে আমি এইসব বিষয় থেকেই দূরে থাকতে বলেছি! এবং অবশ্যই ধর্মীও অনুশাসন মেনে চলা উচিত! ধর্মীয় অনুশাসন মেনে চলছে না দেখেই আজকে প্রেম মানেই সেক্স এর দিকে বেশির ভাগ ছেলেরা যাচ্ছে! মনে হচ্ছে শিরোনাম এবং লেখাটা ঠিক মত না পড়েই কিংবা বিষয়ের গভীরে না গিয়েই কিছু বলেছেন! ধর্মীয় অনুশাসন শুধু মেয়েদের জন্য নয়- এ কথাটা ভুলে যাবেন না!

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

অনেকের মধ্যে একজন বলেছেন: ধর্মে প্রেম করা যায়েজ লেখা আছে? তাহলে কেন প্রেম করতে আসে মেয়েরা? ডাইরেক্ট বিয়ে করলেই তো হয়।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
প্রেম করা জায়েজ নাই কিন্তু প্রেম/ভালবাসা হলেই সেখানে নোংরামি আসতে হবে এমন কথাও নেই!

৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

জনাব মাহাবুব বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
দেখবেন সব ঠিকমত চলছে । তবে মেয়েরা যখন জানে আমি একজন পর পুরুষের সাথে প্রেম প্রেম খেলা খেলবে তখন ত পুরুষেরা চাইবেই....... সুতরাং আপনি যে ধর্মের হন না কেন ধর্মীয় অনুশাসন মেনে চলুন।দেখবেন সব ঠিক মত চলছে ।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

জনাব মাহাবুব বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
দেখবেন সব ঠিকমত চলছে । তবে মেয়েরা যখন জানে আমি একজন পর পুরুষের সাথে প্রেম প্রেম খেলা খেলবে তখন ত পুরুষেরা চাইবেই....... সুতরাং আপনি যে ধর্মের হন না কেন ধর্মীয় অনুশাসন মেনে চলুন।দেখবেন সব ঠিক মত চলছে ।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই সেটা শুধু মেয়েরা নয় ছেলেদের ও উচিৎ !

৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন:
প্রেম করা জায়েজ নাই কিন্তু প্রেম/ভালবাসা হলেই সেখানে নোংরামি আসতে হবে এমন কথাও নেই!


প্রেম/ভালবাসা হলেই সেখানে নোংরামি আসতে হবে, এটাই স্বাভাবিক। কারণ, দুই জনের এই অবৈধ প্রেম/ভালবাসার মাঝে উপস্থিত তৃতীয় জন যে শয়তান !!

আমাদের সৃষ্টিকর্তা নিশ্চয় আমাদের সম্পর্কে ভাল জানেন। সুতরাং, তার বিধান না মেনে চললে যা হবার তা হবেই।

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানলাম! কিন্তু প্রেম/ ভালোবাসার যে আজব রহস্য এটাও তো তাঁর সৃষ্টি তাই না ? আমি তো বলেছি অবশ্যই ধর্মীয় অনুশাসন থেকে আমরা দিনে দিনে সরে যাচ্ছি বলেই এইসব কিছু ঘটছে ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রেম ভালবাসার আজব রহস্য সৃষ্টি করে আল্লাহ সেটার ব্যবহার বিধি বলে দিয়েছেন। আর সেটাই আমাদের পরীক্ষার বিষয়বস্তু।

ভুলে গেলে চলবে না, আখিরাতের জিন্দেগীর তুলনায় দুনিয়ার জিন্দেগী ২/১ মিনিটের বেশী নয় এবং এটা একটা পরীক্ষা ক্ষেত্র। এটা রিল্যাক্স করার জায়গা না, যেমনটা পরীক্ষার হলে আমরা রিল্যাক্স করতে পারি না... আশা করি বোঝাতে পেরেছি...

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি তো ভাইয়া! এবং বুঝলাম! আমিও কিন্তু ধর্মীয় অনুশাসনের কথা বলেছি!

১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

অথৈ সাগর বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধর্মীয় অনুশাসন মেনে চলুন।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই সেটা শুধু মেয়েরা নয় ছেলেদের ও উচিৎ !

১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

েবনিটগ বলেছেন: অথৈ সাগর বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধর্মীয় অনুশাসন মেনে চলুন।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই সেটা শুধু মেয়েরা নয় ছেলেদের ও উচিৎ !

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

অপ্রচলিত বলেছেন: বাংলাদেশের মানুষের মানসিকতা দেখুন। সচেতনমূলক পোস্ট লিখেছেন আর দুই একজন বাদে সবাই আপনাকে আলাদা করে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপদেশ দিয়েছেন। আরে এই পোস্টে ধর্ম আসে কি করে? কি আজিব দেশে বাস করছি আমরা। গোঁড়া বকধার্মিকদের দিয়ে ভরে গেল এই দেশটা। কিছু মন্তব্য দেখে আমারও মনে হয়েছে অনেকে পোস্টের মূল বক্তব্য অনুধাবন না করেই আজাইরা মন্তব্য করেছে।

যাই হোক, পোস্টে একমত পোষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.