![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকরিটা আমি ছেড়ে দিবো ম্যাডাম শুনছেন --
যদি বলেন বাড়ী বাড়ী গিয়ে স্টুডেন্ট খুঁজে আনতে হবে--
এমন চাকরির করার দরকার নাই...থাকবো বাসায় বসে- !
( বছর শেষ হতে না হতেই মফঃস্বল শহরগুলোতে গড়ে উঠা কিন্ডার গার্টেন আর ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে কর্মরত শিক্ষকদের বাধ্য করা হয় বাড়ী বাড়ী গিয়ে স্টুডেন্ট খুঁজে আনতে! ব্যাপারটা যে কি বিরক্তকর তা প্রতিষ্ঠান এর মালিক বুঝেন না! ভোগান্তি হয় অন্য শিক্ষকদের! )
আরে বাবা বাড়ী বাড়ী গিয়ে স্টুডেন্ট ধরে এনে কি প্রতিষ্ঠান চালানো যায়?
এই কারনে গত বছর একটা ইংলিশ মিডিয়াম এ চাকরি করি নাই!এইবার কি হয় দেখি......।।)
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! দেশে এরকম বহু আগে থেকেই চলছে! এটা একটা আজিব তামশা!
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
নিজাম বলেছেন: এটাই বাস্তবতা। আগের দিনে ছাত্ররা শিক্ষকের বাড়ি যেত ভর্তির জন্য আর এখন শিক্ষকগণ বছর শেষে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে ধর্না দেন। এই ঘটনার শুধু কিন্ডার গার্টেনের জন্যই নয় বরং আমার জানামতে বেসরকারী হাইস্কুল ও কলেজগুলোর শিক্ষকদেরও একই কাজ করতে হয়।
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ঐসব জায়গাতেও হয়! এটা যে কতটা বিরক্তকর ব্যাপার তা বলে বোঝানো যাবে না!
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
মহিদুল বেস্ট বলেছেন: চাকরি এখনো পাইনি
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আশা করছি পাইলেও যেন এরকম না হয়!
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
দিশার বলেছেন: দেন ছেরে
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা! দেখি কি হয়!
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
স্বপনচারিণী বলেছেন: কী যে অবস্থা চলছে বুঝিনা। আপনার জন্য শুভ কামনা!যাতে এই ভেজালে না পরেন।
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! কি যে হবে বুঝতে পারছি না!
৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
ফুল পরী বলেছেন: এইবার আপনি নিজেই একটা স্কুল দিয়ে দেন
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইচ্ছে ছিলো কিন্তু এক-ই জায়গায় আমার স্কুল চলবে না! মানে যেখানে আছি তা আমার বাড়ীর পাশেই সো -- এখন কিছু করা যাবে না।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!ভাইয়া! সে এক আজিব তামশা চলে এইসব স্কুলে!
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই যদি হয় আমাদের সমাজ এর হালচাল তাইলে জীবন যাত্রার মান কোথায় যাবে বলুন।
আমি প্রবাসে থাকি দেশের খবরা খবর শুধু শুনি/পড়ি এর বেশী নয়।