নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঘৃণা নামক গাধাটা যুদ্ধ করতে এসে……..

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

তোকে স্বার্থপর তকমা দিয়ে আমার দিন কাটেনা

কিন্তু তুই এরকম হয়ে যাবি এটাও ভাবতে পারি না

আবেগী মানুষটার আবেগ/ অনুভূতি গুলি

এত সহজেই আমার জন্য শুন্য হয়ে যাবে ভাবিনি!

মানুষ অনুভূতিহীন হতে পারে না রে

কিছু না কিছু তার মধ্যে থাকে

তাহলে তুই কি করে পারলি নিজেকে

এভাবে পাথর বানাতে?

তোকে ঘৃণা করতে পারি না

কারন এখনো এই মনটা শুধু

তোকেই খুঁজে , ভালোবাসে শুধু সেই তোকেই

যতবার চেয়েছি ভুলে যাবো কিংবা

ঘৃণার পাহাড় তুলে সেই পাহাড়ে ডুব দিবো

ততবার-ই ভালোবাসার শেকলে আটকে পড়ে ব্যর্থ হয়েছি !

পারিনি ভুলে যেতে/ পারিনি ঘৃণা করতে

তোকে যে অনেক ভালোবাসি রে বুদ্ধু!

সেই ভালোবাসার অসম শক্তির সাথে

ঘৃণা নামক গাধাটা যুদ্ধ করতে এসে

বারবার পরাজিত হয়ে ফিরে যায় রে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

বেঈমান আমি. বলেছেন: আমিতো আগের মতোই আছি ;)

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা! বাপ রে! ভয় পেয়েছিলাম, আবার ঝারি- টারি দেন কি না এই ভেবে! আপনি থাকেন আগের মতই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.