![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইন এ- এক একজন এক একটা সাইট খুলবে কিংবা পেজ! এরপর সেই সব সাইট বা পেজে কেউ কেউ কারো পারমিশন ছাড়া কারো কারো লেখা- এফবি বা ব্লগ থেকে চুরি করে ছাপিয়ে দিবে!কি আজিব কারবার! কাল একজন একটা লিঙ্ক দিলো- বলল- এখানে আপনার লেখা আছে!অবাক হয়েছিলাম, কারন চেনা-পরিচিত ছাড়া কাউকে লেখা দেই না আর লেখা দিলে-লেখা প্রকাশ হলে তারা লিঙ্ক ওয়ালে বা মেসেজ এ দিয়ে দেয়!যাক- লিঙ্ক এ ঢুকেই মাথা খারাপ! কারন এফবি তে থাকা একটা নোট যেটা ফ্রেন্ডস করা আছে- সেই নোট এন নিজের কমেন্ট মিলিয়ে লেখাটা একটু ঠিক করে-ব্লগ এও আছে- সেই লেখা তারা চুরি করে একটা ন্যুড পিক দিয়ে আমার নাম দিয়েই ছাপিয়েছে!লেখা চুরি করছিস সমস্যা নাই কিন্তু লেখার সাথে মিল রেখে পিক দে!তা না করে একটা ভাল লেখাকে- চটি পিক দিয়ে মানুষের সামনে বিব্রত করছে আমাকে! অনেক ঝামেলা এবং অনেক জনকে দিয়ে তাদের অ্যাটাক করে অবশেষে লেখা রিমুভ করা হয়েছে! জানি না আরো কত সাইট এবং পেজ এভাবে বিভিন্ন জনের লেখা নিয়ে বিভিন্ন ভাবে প্রকাশ করে মানুষকে বিব্রত করছে!
লেখা রিমুভ করাতে তাদের সাইট এর নাম বললাম না- তা না হলে- আমিও সে রকম-ই ব্যবস্থা নিতাম তাদের বিরুদ্ধে!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা একটা নিউজ সাইট! কিভাবে তারা এ ধরনের জঘন্য কাজ করছে আমি বুঝলাম না! এরপর ছবির সাথে ন্যুড পিক!
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
ডরোথী সুমী বলেছেন: কোনো লিঙ্ক নিজেতো খারাপ হয়না মানুষ গুলোই দায়ী। যাদের নিজের কোন কোয়ালিটি নেই, সারাজীবন সফলতার সাথে নকল করে পাশ করেছে তারাই এসব কাজ করে বেড়াচ্ছে। লজ্জাও লাগেনা।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এদের লজ্জার থেকে বড় কথা- এরা মানুষকে বিব্রত করে অন্যদের কাছে! ইচ্ছে ছিলো- তাদের জারিজুরি সব ফাস করে দিয়ে- আইনের আশ্রয় নেই- কিন্তু লেখা রিমুভ করেছে ঝামেলা করে হলেও তাই এইবারের মত কিছু বললাম না!
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
জনাব মাহাবুব বলেছেন: দুঃখজনক
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে দুঃখের থেকের লজ্জার! এরা নিজেদের পত্রিকা চালানোর জন্য অন্যদের বিব্রত করছে অন্যায়ভাবে !
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭
অপ্রচলিত বলেছেন: এ ধরনের অপরাধ আশংকামূলক ভাবে বেড়ে যাচ্ছে ইদানীং। ফেসবুক একটি বড় অনুঘটক। প্রয়োজন কঠোর নীতিমালা এবং তার বাস্তবায়ন।
সময় থাকতে থাকতেই সাইবার ক্রাইম রোধে কঠোর আইন করা উচিত।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু উচিৎ ! কিন্তু কেউ এই নিয়ে ভাবছে না!
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: ফেসবুকে এ সমস্যা বেশি। কিছু পেজের এডমিন এই সবের জন্য দায়ী।