নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আহারে ফ্যাশন এবং হুমকি ! (কয়েকদিন আগের ঘটনা)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

সঞ্চয় অফিসে বসে আছি মামনির সাথে, সামনেই একটা মোটকা ছোকরা বসে ছিল তার মায়ের সাথে! কিছুক্ষন পর ছোকরা মায়ের সাথে উঠে দাঁড়ালো -সামনে তাকাতেই দেখি ছোকরার প্যান্ট প্রায় খুলেই যাচ্ছে- হুশ নাই!এমন বিব্রতকর অবস্থা!যতখন ছোকরা দাঁড়িয়ে কাজ সারছিলো ততক্ষণ মাথাটা নিচু কইরাই থাকতে হইলো!বুঝতে পারছিলাম আরো অনেকে ফিসফাস করছে!মনে হচ্ছিলো - ছোকরার প্যান্টটা টাইনা খুলে দেই- নাইলে কইসা একটা থাপ্পর মারি!

স্কুলে এক ম্যাডামের বান্ধবি আসে! এই আর এক খাচ্চরনি! এক সাইডে ওড়না পড়ে -! এমন বাজে লাগে দেখতে! এত বিব্রতকর অবস্থা এবং আমরা সবাই এত লজ্জা পাই যে তার সাথে বেশিক্ষন কথা বলি না! কয়েকবার কয়েকজন বলা সত্ত্বেও তিনি তার স্টাইল পরিবর্তন করেন নাই!

জানি- এটা এখন অহরহ ঘটছে / ফ্যাশনের নামে নোংরামি চলছে!

তবুও চোখের সামনে এইসব দেখে বিব্রত হলে মেজাজ ঠিক থাকে না!

মনে হয় কইসা একটা-----!

যদিও এই লেখাটা ফেসবুকে আসার পর আমি বিব্রত হয়েছি! কারন বাসার ছাদে তোলা ওড়না গলায় নিয়ে এরকম একটা ছবি আমার ফেবু অ্যালবামে একদম প্রথম ফেবু ব্যবহারের দিকে আমার এক ভাই রেখেছিলো! আমার মনে ছিলো না! এবং প্রাথমিক অবস্থায় ছবিটা যে পাবলিক করা ছিলো তাও খেয়াল করিনি! কারন প্রথম থেকে আমার ফেবু সেই ভাই-ই চালাতো! এবং প্রাথমিক অবস্থায় এই ফেবু ব্যবহারের অনেক কিছুই তার বা আমার জানা ছিলো না! এবং কিছুটা জানার পরও যে সেটিংস এ পরিবর্তন করা হয়নি এটাও একটা ভুল ছিলো! আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে কেউ একজন কমেন্টে ঝড় তোলে! তবে আমি আমার ভুলটা স্বীকার করি! আমি তাকে কিছুতেই বোঝাতে পারিনি -ভাই আমি কখনোই বাইরে বা রাস্তায় ওড়না গলায় দিয়ে ঘুরি না! ওটা বাসায় তোলা ছিলো আর ভুল ছিলো -সেটা পাবলিক প্লেসে দেয়া! কিন্তু তাই বলে এই নয় আমি এভাবেই ঘুরে বেড়াই কিংবা এই নিয়ে কিছু লিখতে পারবো না! কিন্তু তিনি তা মানেন নি! এবং শুধু তাই নয় এই নিয়ে তিনি আমাকে হুমকিও দিয়েছেন-আমার ছবি সব জায়গায় শেয়ার করে দিবেন আমাকে বিপদে ফেলবেন, ধোলাই দিবেন! আরও কত কি! তিনি আমার ফ্রেন্ড লিস্টে নেই আবার ফেক আইডি দিয়ে হুমকি দিয়েছেন! এবং এটা কিছুটা স্পষ্ট যে তিনি অন্য কারো (আমার কোন এক বন্ধুর) সাথে শত্রুতার সুত্র ধরে আমাকেও বিপদে ফেলতা চাইছেন!

আসলে বিভিন্ন দলের নেতারা যেমন এ -ওকে যখন-তখন হুমকি দিচ্ছে, তেমনি দেশের সাধারণ মানুষেরাও যেন হুমকি কে আজ ডাল-ভাতের মত মনে করছে! যে যখন পারছে -যাকে খুশি হুমকি দিচ্ছে!

আমি সাধারনত রাজনীতির বিষয়ে লিখিনা, ফেবুতে থাকা কোন ব্যাক্তিকে আক্রমন করে লিখি না-! যা লিখি তা আমার চারপাশে ঘটে যাওয়া ঘটনা বা সমাজের মধ্যে হচ্ছে এমন কোন অন্যায় নিয়ে লিখি! আমার কথার সাথে সবাই একমত হবে এমন নয়, সবার কমেন্ট আমাকে মেনে নিতে হবে এমন-ও নয়! আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, এবং মানুষকে সচেতন করতে পারি- এইতো হওয়া উচিৎ! কিন্তু কেউ কেউ সেই লেখার সুত্র ধরে- একদম ব্যাক্তিকেই আক্রমন করে বসছে- দিচ্ছে হুমকি!

আমি কি/ কেমন তা আমি ভাল করে জানি- এবং আমার চারপাশে থাকা মানুষগুলো জানে আমি কেমন, ফেবুতে যারা চিনে তারাও জানে আমি কেমন-! এর বাইরে গিয়ে কেউ যদি আমাকে বেশ্যা (যারা এই লেখা পড়বেন -দুঃখিত এমন স্ল্যাং ইউস করার জন্য) বানাতে চায়- আমার ক্ষতি করতে চায় বানাক, করুক!

আমি আল্লাহ্‌ ছাড়া কাউকে ভয় পাই না! যারা হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশে শুধু আল্লাহ্‌র কাছে হাত তুলে এই দোয়াই করতে পারি- আল্লাহ্‌ তাদেরকে হেদায়েত দান করুন! আর আমাকে এইসব জালিমদের হাত থেকে রক্ষা করুন!

" ইয়া আজিজু/ ইয়া গাফুরু" ---!





মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনি পাল্টা হুমকি দিলেন নাহ কেন ?? :-*

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তার মত আমি হতে চাই না- তাই হুমকি দেইনি!যা বলার স্ট্যাটাস এই বলেছি-কিন্তু জানি তাতে তার মানসিকতার পরিবর্তন হবে না ভাই!

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

ইজীটক বলেছেন: এক খাচ্চরনি! এক সাইডে ওড়না পড়ে :P :P :P

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!ভাই মজা লন?

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) :( :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে ভাই?

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

স্বাধীনহ্যাপী বলেছেন: আমার পরিচিত ১ টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এমন ভাবে টাইট জামার সাথে ওড়না সাইড করে পড়ে, তার উপর সে বেশ ;) ;) ;) , আমি নিজেই মেয়ে হয়ে তার মুখের দিকে তাকাই না :D , খারাপ কি তারা সবাইকে চোখের আনন্দ দিয়া যাচ্ছে =p~

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!এরকম অনেকের কারনেই আমরা লজ্জিত হই , বিব্রত হই।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

জনাব মাহাবুব বলেছেন: লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনি পাল্টা হুমকি দিলেন নাহ কেন ?? :-*

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তার মত আমি হতে চাই না- তাই হুমকি দেইনি!যা বলার স্ট্যাটাস এই বলেছি-কিন্তু জানি তাতে তার মানসিকতার পরিবর্তন হবে না ভাই!

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, পারলে এদের কি একটু ধর্মীয় অনুশাসন শিক্ষা দেন, কাজে দিবে ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.