নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যিস ...।।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

ভাগ্যিস আঙ্গুল মুখে দিয়ে শিশ বাজানো পারি না নইলে আজ মাইর খাইতে হইতো রে!

ঠোঁট দিয়ে শিশ দিতে পারি! মাঝে মাঝে কি যে হয় বদমাইশি করে

কাজিনদের সাথে থাকলে কিংবা একা একা শিশ দেই...!

ওরা যত নিষেধ করে আমি তত দেই! আজকে ধরা খাইছি!

খেয়াল করি নাই যে অনেক জোরে হইছে-- !

পেছন থেকে বাপজান এসে বলে-ফাজলামি পাইছিস?

এমন হাসি পাইলো- মনে হচ্ছিলো - আরো জোরে বাজাই...

যেই বাপি সরে গেছে আবার দিলাম-

এইবার বাপজান চোখ বড় বড় করে বলে- বেয়াদব! মাইর খাইলে...!

কথা হচ্ছে আঙ্গুল দিয়ে শিশ বাজানো আমার খুব পছন্দের! কিন্তু পারি না!

পারলে মনে হয়- কতবার যে দিতাম আর কতবার মাইর খাইতাম... !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

ইখতামিন বলেছেন:
আমিও পারিনা :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.