![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যিস আঙ্গুল মুখে দিয়ে শিশ বাজানো পারি না নইলে আজ মাইর খাইতে হইতো রে!
ঠোঁট দিয়ে শিশ দিতে পারি! মাঝে মাঝে কি যে হয় বদমাইশি করে
কাজিনদের সাথে থাকলে কিংবা একা একা শিশ দেই...!
ওরা যত নিষেধ করে আমি তত দেই! আজকে ধরা খাইছি!
খেয়াল করি নাই যে অনেক জোরে হইছে-- !
পেছন থেকে বাপজান এসে বলে-ফাজলামি পাইছিস?
এমন হাসি পাইলো- মনে হচ্ছিলো - আরো জোরে বাজাই...
যেই বাপি সরে গেছে আবার দিলাম-
এইবার বাপজান চোখ বড় বড় করে বলে- বেয়াদব! মাইর খাইলে...!
কথা হচ্ছে আঙ্গুল দিয়ে শিশ বাজানো আমার খুব পছন্দের! কিন্তু পারি না!
পারলে মনে হয়- কতবার যে দিতাম আর কতবার মাইর খাইতাম... !
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
ইখতামিন বলেছেন:
আমিও পারিনা :/