নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাহ্‌ রে শ্বশুর মশাই...!

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

তাদের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে হয়! বিয়ের পর মেয়েটার মানসিক কিছু সমস্যা দেখা দেয়!এরপর কোনরকম এইটা সেইটা চিকিৎসা করানো হয়! এভাবেই একদিন মেয়েটা কনসিভ করে... এর-ই মধ্যে শ্বশুর মশাই হয়তো ছেলেটার ও সায় ছিলো - কিছু পরিকল্পনা করে রাখে! তারপর পরিকল্পনা মাফিক মেয়েটার যখন বাচ্চা হবে তখন ডাক্তারকে ম্যানেজ করে সিজার করার সময় মেয়েটার ইউট্রাস ফেলে দেয়! মেয়েটা জানে না! এরপর মেয়েটা যখন আবার একটু অসুস্থ হতে থাকে তখন শ্বশুর মশাই বলতে থাকেন- " তোমার তো আর বাচ্চা-কাচ্চা হবে না, একটা মেয়ে দিয়ে কি আমার বংশ চলবে- আমি আমার ছেলের আবার বিয়ে দিবো! তখন মেয়েটা বলে-" আমার যে বাচ্চা আর হবে না, আপনি জানলেন কিভাবে? ব্যাস শ্বশুর মশাই বলে ফেলেন-" তোমার তো ইউট্রাস-ই নাই!

** আচ্ছা শ্বশুর মশাই? আপনার মেয়ের যদি বিয়ের পর এই অবস্থা হত- পারতেন কি- নিজের মেয়ের ইউট্রাস ফেলে জামাইকে আর একটা বিয়ের সুযোগ করে দিতে?

>> এইসব মানুষকে ধরে পিঁয়াজের মত কুঁচি কুঁচি করে কাটা দরকার...বদ্মাইশ সব!

( এক ম্যাডামের কাজিনের সাথে এমন ঘটেছে! )

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

মেনন আহমেদ বলেছেন: হায়রে বিবেক।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আসলে কিছু মানুষের বিবেক নামক বস্তুটা থাকে না-! তাই তো এমন ঘটনা ঘটে !

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

স্বপনচারিণী বলেছেন: মানুষ এতো খারাপ হয়! ছি!

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানুষ আমদের ধারনার থেকেও খারাপ হয় আপু! অনেক খারাপ!

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

অপ্রচলিত বলেছেন: মেয়েটার স্বামী কি একটা নপুংসক? আমার বাপে এমন করলে বাপের পাছায় ইউট্রাস লাগায় দিতাম। X(( X(

এইসব মানুষকে ধরে পিঁয়াজের মত কুঁচি কুঁচি করে কাটা দরকার...বদ্মাইশ সব!
পূর্ণ সহমত।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও নিজেও বুঝতে পারছি না! সেই মানুষটা আসলেই কি শ্বশুরের কথা বাদ-ই দিলাম! ধন্যবাদ !

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

বাতায়ন এ আমরা কজন বলেছেন: কিছু বলার ভাষা খুজে পাচ্ছিনা। অবাক ও নির্বাক, কারন তাদের নাকি ভালবেসে বিয়ে হয়েছিল। এর নাম ভালবাসা? ছি:।

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এদের বলার মত কিছু থাকে না ভাই! বললেও এদের বিবেক জাগ্রত হয় না!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: আপু, এইসব বলে আর কি হবে??? এইগুলোই বাঙ্গালি আর এই হচ্ছে আমাদের বুদ্ধি-বিবেক আর বিবেচনা। মাঝে মাঝে যখন দেখি মাতাল চালকের কারণে যাত্রীর জীবন নাশ হচ্ছে, তখন মনে হয়, যে চালক মাতাল হয়ে যাত্রীবাহী যান চালাতে পারে, তার নিজের কাছে নিজের জীবনের মূল্য নেই, সেখানে সে তার যানের যাত্রীদের জীবনের মূল্য বুঝবে কি করে??

আর এই ঘটনায় আবার ও সেটাই দেখা গেল বাঙ্গালি (আমি নিজেও একজন) আসলেই নিজের ভালো ই বোঝে না, অপরের ভালো কিভাবে বুঝবে??

আবার কথায় নাকি বলে পাগলেও নিজের ভালো বোঝে...তবে তো আমরা পাগলের ও অধম X( X(

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না বলেও তো থাকা যায় না ভাই! না বললে কিভাবে জানতেন- আমাদের মাঝে দিনে দিনে পশুর সংখ্যা কিভাবে বাড়ছে! ধন্যবাদ !

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

~*~নির্ঘুম~*~ বলেছেন: ছি ছি

এখানে অপরাধী তিনজন জামাই ,শশুর আর ডাক্তার

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ৩ জন-ই! এখনো জানি না ব্যাপারটার পরে কি কি হলো?

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

ইখতামিন বলেছেন:
আমাদের সমাজে এমন মানুষও আছে?
ধিক্...

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এর থেকেও হয়তো খারাপ মানুষ আছে এবং আরো ভয়ঙ্কর খারাপ কিছুও ঘটছে - হয়তো আমরা জানতে পারছি না!

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

মুনেম আহমেদ বলেছেন: এ ও সম্ভব! :(

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানুষরূপী পশুদের কাছে সব সম্ভব!

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৭

লেখোয়াড় বলেছেন:
আজব।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আজব-ই বটে!

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

ভিটামিন সি বলেছেন: শ্বশুরকে মেরে তার লাশ বড় আমগাছে ঝুলিয়ে রাখা উচিত, লাশ না শুকানো পর্যন্ত।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সি ভাইয়া, আপনি হলে হয়তো হতো জানি না তারা কি করেছে!

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: কি বলো আপুনি!!!:(

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আপুনি! এ রকম-ই ঘটেছে!

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভয়ংকর !!! B:-) B:-) B:-)

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.