![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• তুই আমার সাথে এমন করিস কেন?
## কি করি?
• বুঝিস না কি করিস?
## না! বুঝিনা! বুঝাইয়া দে?
• আমাকে সব সময় কষ্ট দিস কেন?
## হাহা! পরে মিষ্টি পাবি বলে!
• তোর মাথা! তুই কি পাগল?
## হু! ক্ষ্যাপাটে পাগলা! জানিস না?
• জানি তো! তা অন্য কারো জন্য বুঝি?
## লাত্থি চিনিস?
• না চিনি না! তোর দোস্ত আর জিএফ রা চিনে!
## তাহলে একটা লাত্থি দেই?
• দূর! তোর মাথা নষ্ট! তুই পাগল! বদ্ধ উম্মাদ!
## হু! তোর কারনেই! বুঝলি গাধি!
• তুই একটা হারামী!
## তুই হারামীর বউ!
• মাথা! তুই খারাপ! ফাজিল!
## হু!
• ভালবাসিস আমাকে? না কি অভিনয় করিস?
## জুতাটা কই?
• কেন?
## কেন আবার? তোরে পিটামু তাই?
• কি করছি?
## ভালবাসি কি না জিগাইলি কেন? সন্দেহ আছে তোর?
*থাকতেই পারে! তুই না বলছিস, তুই চাইলে মেয়ের অভাব হবে না! যদি...?
## যদি কি? সন্দেহ আর কি নিয়ে বল?
• ওই তুই তো আমাকে ভুলে যাবি! আমি জানি একদিন তুই আমাকে ছেড়ে চলে যাবি! আমি জানি তুই আমার আনন্দ কিন্তু এটাও জানি একদিন তুই আমার দুঃখের কারন হবি!
## আর কিছু বলবি?
• হু! বলবো !আমি জানি তুই আর ফিরবি না...আমাকে মিস করবি না... অন্য কারো হয়ে যাবি!
## বলতে থাক?
• আর জানি না...!
## কেন জানিস না কেন? তুই এত বেশি বুঝিস কেন?
• কি বেশি বুঝলাম?যা সত্যি তাই বললাম! মিথ্যে বলছি না কি?
## এসব তুই কি বলিস পাগলী?
• ঠিক-ই তো বলছি!
## আয় কাছে আয়!
• না যাবো না...! আজ আমায় ডাকছিস! কাল হয়তো আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিবি!
## কাছে আসতে বলছি তোকে ! আয়, বুকের সাথে একদম লেপ্টে থাক! এসে দেখ, কেমন করছে আমার বুকের ভেতরটা তোর এইসব কথা শুনে! তুই আমাকে বুঝিস না কেন?
• বুঝে কি হবে? তুই আমাকে ভালবাসিস?
## হারামী! কুত্তি! আয় বুকে আয় বলছি- কান পেতে শোন- ভালবাসি, ভালবাসি!
“তুই কি আমার সব হবি চাদনী?”
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! হয়তবা!
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩০
ইখতামিন বলেছেন:
কনভার্স. ভালো লাগলো...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করা পোস্ট
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! মন খারাপের কিছু নেই ভাইয়া! তবুও সরি মন খারাপ করানোর জন্য!
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
অপ্রচলিত বলেছেন: বিষণ্ণতায় ভরপুর আবেগী কথামালা
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! না বিষণ্ণতা নয়-- ! ভাবতে ভালই লাগে!
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
aikhraijb বলেছেন: ভাল লাগলো....কিন্তু সব মায়া...এ সব কিছু না.....ভালবাসা বলে কিছু না....