নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অই শালার কি ঠান্ডা লাগে না...!(সরি ! সিএন জি আলা মামার কথা)- ফ্যাশন বুঝি একেই বলে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

গাবতলী থেকে মহাখালী যাচ্ছিলাম খালার বাসায়। সিএনজি তে বসা। হঠাৎ শুনি সিএনজি আলা মামা বলছে- "অই শালার কি ঠান্ডা কি লাগে না"? হতভম্ব হয়ে যাই!কাকে বলছে? সামনে তাকিয়ে দেখি- বাইক আরোহী এক ছোকড়া সাই সাই করে বাইক চালিয়ে যাচ্ছে, গায়ে তার একটা জ্যাকেট সম্ভবত খোলা তাই পেছন থেকে সেটা পাখার মত উড়ছে! তাই দেখে মামায় বলছে ও কথা... বলেই জোরসে হাসি... আমিও হেসে ফেলি---! দেখতে তাকে আজব-ই লাগছিলো!

ফ্যাশন হয়ত একেই বলে...!কিংবা রক্ত গরম তাই...

আবার অনেক মেয়ে/ মহিলাকেও দেখা যায়... এই শীতে গায়ের চাদরখানা ঠিক মত না নিয়ে এক সাইডে ঝুলিয়ে রাখে... ! এটাও হয়ত ফ্যাশন তালিকায় পড়ে!

অনেকেই বলতে পারে-তাহলে জ্যাকেট বা চাদর পড়ার দরকার-ই কি?

এখন কি দরকার/ বা কেন দরকার? কেন তারা এমন করে সেটা তারাই ভাল বলতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

ইখতামিন বলেছেন: হাহাহাহাহা.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!মজা না!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

ঢাকাবাসী বলেছেন: ফ্যাশন তো ফ্যাশনই এতে দোষের কিছু আছে বলে মনে হয়না, কি বলেন! যিনি ঐ পোষাকটি পড়ছেন তিনি তো এতে অনেক অনাবিল আনন্দ পাচ্ছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ফ্যাশন তো ফ্যাশন-ই ! তবুও...!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

বিল্লা বাবা বলেছেন: তাও তো ভালো যে ছিরা-ফারা কিছু পরে নাই, আজকাল তো ওইটাও ফ্যাশন। :-B :-B :-B :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আসলেই ঠিক বলেছেন- ছিড়াফাটা...!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১০

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.