নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তারদের না কি মৃত্যু দেখতে দেখতে এক সময় গা সওয়া হয়ে যায়...
মানে তখন আর অতটা কষ্ট হয় না তাদের!অদ্ভুদ ব্যাপার!
আমরাও কি ডাক্তার হয়ে যাচ্ছি না কি?
প্রতিদিন নানা রকম আন্দোলনের নামে যে মৃত্যুযজ্ঞ আর সহিংসতার বীভৎস চিত্র
রোজ রোজ আমাদের সামনে আসছে তা দেখে আমাদেরও যেন গা সওয়া হয়ে যাচ্ছে!
অবস্থার কোন পরিবর্তন নেই! সবাই শুধু একটু- আধটু উহ্!আহ্!
এরপর আর কিছু নেই! যে অমানুষগুলা না কি জানোয়ারগুলা দিনকে দিন
এত হিংস্র হয়ে উঠছে এদের পরিবর্তনের আশা করি কি করে?
তাই বুঝি আমরাও ডাক্তার হয়ে যাচ্ছি তাদের কারনে...!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
আগুনে পাখি বলেছেন: আমি ডাক্তার, আপনি যে মৃত্যু দেখেছেন আমাকে সেই মৃত্যু-পরবর্তী তদন্তও ( পোস্টমরটেম ) দেখতে হয় ...
তবেই বুঝে নিন