নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যাত্রা আর সার্কাসের নামে চলে ল্যাংটা নাচ!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন মেলা বসে! যেখানে যাত্রা এবং সার্কাসের নামে চলে ল্যাংটা নাচ!শুনেছিলাম-- দেখা হয়নি! দিনাজপুরের চেরাডাঙ্গী নামক জায়গায় চেরাডাঙ্গী মেলা নামে এই রকম একটা মেলা বসে এবং এক মাস ধরে চলে! যেটা এবছর আবার বসেছে শুনলাম! বিশাল জায়গা নিয়ে এই মেলা বসে।গতবার কাজিনদের পাল্লায় পড়ে এই মেলাতে যাই! উদ্দেশ্য ল্যাংটা নাচ নয় মেলা দেখা!এরপর-

>চরকিতে (নাগরদোলা ) ঊঠি! যে জায়গায় চরকি বসেছে তার চারপাশেই রয়েছে কমপক্ষে ৪টা যাত্রা এবং সার্কাসের ঘর!

>আমাদের চরকি দোলা শেষ!যেটাতে আমরা বসে আছি সেটা ঠিক মাথার উপরে! অন্যদের নামাচ্ছে তাই!

>এর-ই মধ্যে সোজাসুজি সামনে যে সার্কাসের ঘরটি ছিলো- তা থেকে বেজে ঊঠছে সুড়সুড়ি মার্কা গান!

>আর সেই ঘরের ফাঁকফোকর দিয়ে যা দেখলাম- রঙ- চং মাখা অর্ধ নগ্ন নারীরা নেচে চলছে আর ঢলে ঢলে তাদের সামনে থাকা দর্শকদের গায়ে পড়ছে-!

> সুযোগের ব্যাবহার করে দর্শকও তাদের ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে!

>দিন দুপুরেই চলছে এইসব নোংরামি !

>আর রাতের বেলা তো না কি চলে- পুরাই- খুল্লাম - খুল্লাম ...!

>দিনে তো আছেই রাতে এখানে গাড়ির লাইন পড়ে যায়- মানে বুঝতেই পারছেন- শুধু নিম্ন শ্রেনী নয় উচ্চ পর্যায়ের লোকজন ও এখানে যায়-!

** এবং সত্যি ঘটনা হলো- প্রশাসন এর নাকের ডগায় এবং তাদের সহ বড় বড় নেতাদের সম্মতিতেই এসব চলে! তাই কোন কমপ্লিন করেও লাভ হয় না! এবং এখানে প্রতিবার খুনের ঘটনাও ঘটে!

** সার্কাস মানে আমরা বিভিন্ন পশুদের দিয়ে মানুষের নানারকম খেলা জানতাম বা টিভিতে দেখতাম- এখন এই ল্যাংটা নাচ যদি হয় সার্কাসের আসল উদ্দেশ্য তাহলে কি আর বলা যায়--? আবার কোন প্রতিকার নেই- প্রশাসন চুপ!তাহলে এইসব নোংরামি থেকে বের হওয়ার উপায় ও নেই!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

বাংলার ঈগল বলেছেন: এগুলো হবে, আপনাকে আমাকে না দেখার ভান করতে হবে। যদি প্রতিবাদ করেন তাহলে বিভিন্ন পক্ষের শত্রু হয়ে যাবেন, যেমন- মেলার আয়োজক, বাবসায়ি, প্রশাসন, রাজনৈতিক দলের, দালালদের ইত্যাদি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! জানি না দেখার ভান করতে হবে! কিন্তু কতদিন এভাবে চলা যায় বলেন?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

রায়ান ঋদ্ধ বলেছেন: চেরাডাঙ্গির চর্চা কম শুনি নাই। বলা হয় এটি নাকি এই অঞ্চলের সর্ব বৃহৎ মেলা। কখন যাওয়া হয় নি তাই দেখিওনি আসলে সেখানের পরিবেশটা কি রকম। খুন, ধর্ষণ আর মাদক সেখানে খুবই স্বাভাবিক, বিশেষ করে রাতে। অনেকে সম্ভ্রান্তদের মুখে রাতের অন্ধকারে সেখানে গিয়ে 'মজা' করার গল্পও শুনা। প্রশাসনকে বলে কোন লাভ নাই, পুলিশেরা নিজেরাই রাত বিরাতে সেই সব ক্যাম্পে যায় ফুর্তি করতে।

[অফ টপিকঃ আপনি কি দিনাজপুরে থাকেন?]

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি তো খুব সামান্যই বর্ণনা করেছি- ঘটে তার থেকেও বেশি! হু! আমি দিনাজপুর থাকি! দিনাজপুর আমার হোমটাউন!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

মামদো ভুত বলেছেন: "ময়ূরী এখন যশোরের সার্কাস দলে"

Click This Link

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আজ পেপারে দেখলাম!

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

মেককুমিল্লা বলেছেন: পুলিশের ভাগ ঠিক মত দিলে এ দেশে সবই সম্ভব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ঠিক বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.