নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি ভুত্নী সাজতে চাই না...!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

পার্লারে গেলেই আন্টিটা বলে- এই মেয়েটাকে আমি কবে বউ সাজাবো?

আর আমি মনে মনে বলি-" আন্টি আমাকে যে বউ সাজাবে

সে বউ সাজানো ভুলে যাবে" - আজ জোরে জোরে বলছি...!

কারন যে ভুত্নি সাজ পার্লারে দেয়া হয় তা দেখলেই ভয় লাগে বিশেষ করে চোখেরটা, আর সেই সাজে নিজেরে দেখলে আমার মনে হয় আমি এমন চিৎকার দিবো যে- আন্টি সাজানোই ভুলে যাবে!যদিও জানি- এ ছাড়া উপায়ও নেই!

কিন্তু ভাবি- আমাকে সাজাচ্ছে আর আমি বলছি আমাকে এইটা দিয়েন না,

ওইটা দিয়েন না...এটা কম দেন... ওটা এমন করে দেন...হাহহা!

এইসব শুনলেই তো যিনি সাজাবেন তিনি সব ভুলে যাবেন... !

** বাংলাদেশে সাজানো খুব কম বউ এর-ই ( যে কয়টা আমি দেখেছি) চোখের সাজ পছন্দ হয়েছে ! জানি না এরা চোখটাকে এত বেশি ভুত্নী বানায় কেন?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

অরুদ্ধ সকাল বলেছেন:
ভুত্নি পেত্নির বোন নাকি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কি জানি?

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

পেন্সিল চোর বলেছেন: আমি কবে জামাই সাজমু!!!! !:#P !:#P !:#P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সময় হলেই!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

রসায়ন বলেছেন: কি যে কইতাম !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.