নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একজনের হয়ে দেখাও তো রংবাজ/ রংবাজীরা?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

অনেক ছেলে/মেয়েই মনে করে তার ডাকে ১০০০টা ছেলে/মেয়ে সাড়া দিলেই বুঝি তার কৃতিত্ব ! হাজারটা ছেলে/মেয়েকে নাচাতে পারলেই বুঝি সেই কৃতিেত্বর ঝুলি আরো ভারী হয়।। আমার ডাকে হাজারটা ছেলে/মেয়ে আসবে বললেই বুঝি বিরাট কিছু হওয়া যায়! আরে বাবা ছল-চাতুরী করে জীবনে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু জীবনে পারফেক্টলি একজনের হয়ে দেখাও তো রংবাজ/ রংবাজীরা?

** এদের সৌভাগ্য যে এরা আসলেই পটিয়ে অনেক ছেলে/মেয়ে পায় আর বোকারা তাদের পাল্লাতেই বেশী পরে! কিন্তু দুর্ভাগ্য হলো- এরা কখনোই একজনের হয়ে দেখাতে পারে না! একজনের হয়ে থাকতে পারে না! কিন্তু এরা মনে করে হাজার জনের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে কৃতিত্ব !

স্বাভাবিক প্লেবয়/ প্লেগার্লদের কাছে এটা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

মুদ্‌দাকির বলেছেন: কঠিন চ্যালেঞ্জ !! অনেক রংবাজ রংবাজী রাই পারবে না !!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি তো পারবে না! কারন তারা...!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

নিকষ বলেছেন: রংবাজ শব্দের স্ত্রী লিঙ্গ হইতে পারে "রংবিবি"

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তবে আমি যেটা বলেছি সেটাও মন্দ নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.