নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুই কি শাড়ী পড়ছিস?হলুদ শাড়ী?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

>অ্যাই ফাল্গুন, কি করিস?

>কার মেসেজ দিলি তুই আমারে?

>মানে? তোকেই দিলাম!

>ফাল্গুন লিখলি যে? ঠিক কইরা বল, ফাল্গুন কে?

>তোর কি মাথা খারাপ হইছে? ফাল্গুন আবার কে হবে?

>অই তুই মিছা কথা কস? জুতা দিয়া পিটামু কইলাম!

>তুই কি পাগল হইছিস?তোকেই তো লিখলাম গাধা!

>আবার মিছা কথা?

>অই তুই তো আমার ফেবু তে বইসা আছিস! চোখ নাই তোর? আমার তো চ্যাট অপশন অফ আছে!

দেখিস না চোখে ? অন্য কারো সাথে চ্যাট করছি না!

>হু! তয় ফাল্গুন কইলি যে?

>আজ পহেলা ফাল্গুন তাই বললাম! মনে নাই তোর?

>অহ!সরি সুইটি! তুই তো জানিস আমার মনে থাকে না এইসব!

>ভাল!

>তুই কি শাড়ী পড়ছিস?হলুদ শাড়ী?

>আহহারে!মনে হয় কত শাড়ী কিনে দিছিস!

>লজ্জা দিস হারামী!চুড়ি পড়ছিস? ফুল দিয়ে সেজেছিস?

>ইসস! কত যেন চুড়ি কিনে দিয়েছিস! কিপটা!

>অইএমন করিস কেন? বল না?

>তুই না কিনে দিলে পড়বো কিভাবে বল?

>ওকে কিনে নে!পড়ে শোধ দিমুনে!

>এরকম করে আর কত দেনা বাড়াবি হারামী?

>হাহহা!শালা বদমাশ !

>মনে রাখিস, সব শোধ নিতে একদিন তোর একলা ঘরে ঠিক-ই আমি ভাগ বসাতে যাবো!

আর সুদে- আসলে সব শোধ নেব!

>ওকে বাবা! নিস নিস! তুই একটা শয়তান্নী যে!

>তুই একটা ...।

>খুশী তুই ফাল্গুনী?

>অই কারে কইলি ফাল্গুনী? কোন মাইয়ার মেসেজ আমারে দিলি কুত্তা?

>আজিব তো! তোরেই কইলাম!

>মিছা কথা কস?

>তুই না! তোরেই কইলাম গাধী!

>হাহহা!দেখ কেমন লাগে! একটু আগে তুই আমার সাথে এমন করছিস!

>তুই আসলেই একটা...!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: :)

মনে অনেক রঙ আপনার... :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটু আধটূ রঙ লাগলে দোষ কি ভাইয়া? আর রঙ তো তাকে নিয়েই লেগেছে তাই না...হাহহা!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

ডরোথী সুমী বলেছেন: আমি কিন্তু আজ হলুদ শাড়ী পড়েছি। খোঁপায় ফুলও গুঁজেছি। আপনি পরেছেন তো? এই বসন্তে সবার মনই একটু রঙ্গিন হয়ে যায়। কী, ঠিক বলেছিনা!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না আপু পড়িনি! তবে সব হলুদ/লাল এর কম্বিনেশনে সালোয়ার/ কামিজ পড়ে গিয়েছিলাম! হু! কেউ থাক বা না থাক একটু রঙিন হতে ভালই লাগে! কেমন কাটলো আপনার?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

মেহেরুন বলেছেন: শাড়ি পড়ার অনেক ইচ্ছা থাকার পরেও হল না :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন আপু? কেমন কাটলো আজ?

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

অপ্রচলিত বলেছেন: এলোমেলো আবেগের কথামালা ভালো লাগলো।
বসন্তের একরাশ শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! আপনাকেও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.