নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবে তুই আসবি এমন গুন্ডামি করতে?

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

Ø তুই কি খুব বিজি? একটিবার মনে হয় না কেউ তোর অপেক্ষায় বসে আছে? একটা মেসেজও কি দেয়া যায় না ?

Ø সরি জান! তুই তো জানিস কেমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি! জবটাও তো দেখতে হবে তাই না? কি করবো বল? ওকে বাবা সরি সরি !

Ø উহু! কান ধর! কান ধরে ঊঠ-বস কর এন পিক তুলে আমাকে পাঠিয়ে দে!

Ø ওকে কান ধরলাম! সত্যি কইলাম। ভালবাসি আমার জানটাকে ! আদর! আদর! এখন লক্ষ্মী বৌয়ের মত আমার বুকে এসে চুপ করে থাক! আদর!আদর!

Ø চালাকি তাই না? পিক দে কইলাম! নাহলে...।দেখিস কি করি!

Ø অই এমন করিস কেন? কান ধরছি তো! আচ্ছা যা! দেখা হলে ১০বার না ১০০ বার কান ধরে ঊঠ-বস করবো! খুশি?

Ø হু! খালি মিছা কথা!

Ø বাকিটা শুনবি না?

Ø কি?

Ø শোন , তোর কান ধরবো কেমন?হাহহা!

Ø কুত্তা!কুত্তা! যা ভাগ! কথা নাই তোর সাথে!

Ø চেতিস কেন রে? তোর লগে কি একটু মজাও করতে পারুম না?

Ø হু পারবি! কিন্তু তোর কান আমি ধরবো!রাজি!

Ø শালা হারামী!

Ø দিবি কি না বল?

Ø তোরে লাত্থি কুত্তা!

Ø দিবি না?দিবি কি না বল?

Ø ওকে ওকে দিব! গুন্ডি!

Ø তুই গুন্ডা!

Ø গুণ্ডামির কি দেখলি রে সোনা? দেখা হলে দেখিস কি করি তোকে ?

Ø মানে? অই যা তোর সাথে দেখাই করুম না!তুই আমাকে মারবি!

Ø দূর পাগলী! মারবো কেন? শুধু একটু গুন্ডামি করবো বুঝলি?

Ø অই আমি মনে হয় ছেড়ে দেবো? লোকজন এনে তোর হাত/পা ভেঙ্গে দিবো!

Ø লোকজন কেন রে? তুই পারবি না?

Ø না রে! ক্যামনে পারুম? তুই পোটকা যে!

Ø হাহহা! আচ্ছা যা! আমি কিছু করবো না-তুই-ই আমার হাত/পা ভেঙ্গে দিস!

Ø না দিব না!

Ø কেন? দিবি না কেন? মায়া লাগে?

Ø যা ভাগ! তোর প্রতি কোন মায়া নাই! মারবো তোকে হু!

Ø পাগলী! আমাকে মারার আগে তো তুই-ই মরে যাবি!

Ø হু! অই বাদ দে এইসব! কান ধর!

Ø শালী শয়তান্নি! ভুলিস নাই এখনো ? হাহাআ!

Ø না ভুলি নাই! কান ধর!

Ø ওকে এই দেখ- কান ধরছি! সত্যি ধরছি তো!

Ø হহাহা! ওকে ! সবাইকে বলে দেবো! তুই কান ধরছিস!

Ø বললে তোকে কি করবো দেখিস!

Ø কি করবি?

Ø দেখিস না কি করি!

Ø অই আবার কান ধর! কান ধর!

Ø হাহহা! আচ্ছা আয় দুজন দুজনের কান ধরে চুপ করে বসে থাকি!

Ø সত্যি?

Ø হু সত্যি! কবে তুই আসবি এমন গুন্ডামি করতে? বল তো?

Ø আসবো রে আসবো- তোর একলা ঘরে গুন্ডামি আর ভাগ বসাতে আমি ঠিক-ই আসবো!

তুই দিবি তো আমায় তোর একলা ঘরে ভাগ বসাতে?

Ø দিবো রে পাগলী! দিবো!





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বৃষ্টিধারা বলেছেন: উদাস হয়ে গেলাম..... :( :(

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভালোবাসার সুখময়ক্ষণগুলো এমন-ই হয় যা মাঝে মাঝে উদাসীনতা সৃষ্টি করে... !

২| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

অরুদ্ধ সকাল বলেছেন:
২০টিধারা কহিয়াছে উদাছ হয়ে গেলাম। আমিও বলি খানিকটা তই

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভালোবাসার সুখময়ক্ষণগুলো এমন-ই হয় যা মাঝে মাঝে উদাসীনতা সৃষ্টি করে... !

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২১

বৃষ্টিধারা বলেছেন: সকাল ভাই, =p~ =p~ :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.