নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আইন করে কি সমঅধিকার প্রতিষ্ঠা বা বৈষম্য দূর করা যাবে?

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৪

উহু! মনে হয় না! নারীদের সমঅধিকার দিতে এবং বৈষম্য দূর করতে সর্ব প্রথম যেটা দরকার সেটা হল- মানসিকতার পরিবর্তন, সচেতনতা! আর এটা আগে নিজ পরিবার থেকেই শুরু করতে হবে। প্রথমেই স্বামী প্রসঙ্গে আসি - আপনার স্ত্রী ঘরের সব কাজ করছে, আপনি একটু তার সাথে হাত মিলিয়ে কাজ করুন না, দিন তাকে ঘরে-বাইরে সর্বত্র সমমর্যাদা, আপনার স্ত্রী আপনার সেবা করছে, আপনি তার সেবা করলে দোষ কি? বাবা-মা প্রসঙ্গে আসি- আপনার ছেলে/মেয়ের মধ্যে তফাৎ বা বৈষম্য আপনি -ই কিন্তু পারেন দূর করতে, আপনারাই পারেন ছেলে/মেয়েকে সমান চোখে দেখে মানুষ করতে, আপনারাই তাদেরকে শিক্ষা দিতে পারেন সমঅধিকার এর ব্যাপারে এবং বৈষম্য থেকে বের হয়ে আসতে ! ভাইয়েরা পারে বোনদের সমঅধিকার দিতে, পারে এক চোখে দেখতে, পারে ভেদাভেদ দূর করতে! পরিবার থেকে যখন নারীকে সমমর্যাদা দেয়া হবে, এবং পারিবারিক শিক্ষায় যখন সমমর্যাদার কথা আসবে তখন পরিবার থেকে তা ছড়িয়ে পরবে সমাজে এরপর রাষ্ট্রে ...! ঘরে-বাইরে/ রাস্তা-ঘাটে/ অফিস- আদালতে নারীদেরকে অন্য চোখে না দেখে সম্মান দিতে শিখুন, তারপর ভেবে দেখুন সমঅধিকার তার প্রাপ্য কি না, মানুষ হয়েও কেন শুধু মাত্র লিঙ্গের কারনে বৈষম্য করা হয়?

ধর্মেই যখন নারীদেরকে সমমর্যাদা দেয়ার কথা এসেছে তখন মুখে ধর্মের বুলি আউড়িয়ে বাস্তবে সমমর্যাদা দিতে কুণ্ঠিত হচ্ছেন কেন আপনারা ?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪

শাহ আজিজ বলেছেন: পারবেন বন্ধ করতে একজন নারিকে ১/ ২/ ১০ লাখের "দেন মোহরানায়" একজন পুরুষের কাছে বিক্রি/ শরীর ভোগ করতে দেওয়ার প্রথা। বাসে আলাদা সিট , সংসদে বিনা নির্বাচনে সাংসদ হওয়া , নারি নির্যাতনে পুরুস্ কে শাস্তি দেওয়া অথচ অজস্র পুরুষ নারী দের দ্বারা নিগৃহীত ?

আরও অনেক অসঙ্গতি আছে যা দূর করতে হবে সমধিকার পেতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.