![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজার ঊখিয়ার সিকাদারবিল প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক এক ছাত্রীর চুল ছিড়ে ফেলেছেন! ঘটনার বর্ণনা পেপারে পেলাম না, শুধু ছবি দেয়া পেপারে!
এই বিদ্যালয়ের-ই প্রধান শিক্ষক ৩ শতাধিক ছাত্র/ছাত্রীদেরকে ৬ মাইল রাস্তা হাঁটিয়ে উপজেলা অফিসে নিয়ে গেছেন! স্কুলের কাজ নিয়ে ঠিকাদারের সাথে প্রধান শিক্ষকের গণ্ডগোল হওয়াতে তিনি স্কুলের ছাত্র/ছাত্রীদের ৬ মাইল রাস্তা হাঁটিয়ে উপজেলা অফিসে যান, অভিযোগ করতে! ( ঘটনা যে আসলে কি তা বোঝা যাচ্ছে না! )
>শিক্ষকরা শিক্ষকতার মত মহান পেশাকে দিন দিন বিষিয়ে তুলছেন!
> গরু/ ছাগলের মত ছাত্র/ছাত্রীদের পিটানো/ মেরে আহত করা/ চুল ছিড়া/ নিজের ইচ্ছেমত কাজ করানো এমনকি - ধর্ষণ / নানা রকম নির্যাতন করেই চলছেন!
** এরা যদি শিক্ষকতা ছেড়ে এইসব-ই করবেন তবে এই পেশায় এসেছেন কেন?
মাঠে গিয়ে গরু/ছাগল পিটানো,
রাস্তায় গিয়ে একটা করে মেয়ে ধরে ধর্ষণ করলেই তো পারেন!
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: