নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার বাচ্চি মায়াবতী!

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৪

>অই কেন জানি কেন জানি তোর প্রতি অনেক অনেক মায়া হচ্ছে রে!...লাভ ইউ ...বানু!

>ইসসস! ঢং কত! মায়া হচ্ছে! তা হঠাৎ কোন সুখে...অহ থুক্কু!কোন দুঃখে মায়া হচ্ছে শুনি?

>লাত্থি দিমু কিন্তু কইলাম!কুত্তা! হারামী! তোর প্রতি আমার মায়া হতে পারে না?

>পারবে না কেন? অবশ্যই পারে হারামী! কিন্তু তুই তো সব সময় আমাকে বকা দিস/ গালি দিস! কথায় কথা জুতা দিয়ে মারতে চাস! তাইলে আবার মায়া কিসের?

> তুই না আসলেই গাধি! এক লাইন বেশি বুঝিস সব সময় আর এখন বুঝিস না কেন মায়া হয়!

>না বুঝি না! বুঝতে চাই না! কারন একটু পরেই বলবি- লাত্থি দিমু!

>আরে গাধি! অই লাত্থিতেও তো মায়া- মমতা থাকে রে!

>আহহাহা! লাত্থিতেও মায়া-মমতা! কত বড় হারামী!

>অই যা! তোরে আর মায়া করুম না!

>তা করবি কেন? নিশ্চয়ই এখন তোর অন্য মায়াবতীরা এসে পড়ছে ,এখন অই গুলারে মায়ার সাগরে ভাসাবি! এই তো?

>হাহহা! শালা হারামী! কেন তোর কি জ্বলতাছে?

>না!না জ্বলবে কেন? যা না, কারে কারে মায়া দেখাবি দেখা!তারপর আমি তোরে...।

>বাপ রে! তুই আমারে হুমকি দিস? তোরে আইজকা ঠিক-ই জুতা দিয়া পিটামু!

>পিটা! মনের সুখে পিটা! আমি তোর কে যে- তুই আমাকে ভালবাসবি?

> অই দেখ! পাগলী, কেমন করে? তুই আমার মায়াবতী! এইটা বুঝিস না?

>হু! আমি মায়াবতী হলে- তুই কি আমাকে এভাবে পিটাতে পারতিস?

>আরে বাবা! তোরে ক্ষ্যাপাতে পিটাই! তুই কি এটাও বুঝিস না গাধি?

>হু! এখন তো কথা ঘুরাবি!

>না কথা ঘুরাবো না! তোরে ঘুরামু!

>মানে?

>আয়, কাছে আয়! তোর দুইটা হাত ধইরা পিচ্চি কালের মত করে ঘুরাই।।

>আমি কি পিচ্চি!

>না তুই বাচ্চি! খালি বাচ্চামিপনা করিস!

>ভাল হইছে! যে তোর সাথে বড়ামিপনা করে তুই তাহলে সেখানে যা!

>হাহহা! দেখলি- তুই নিজেই প্রমান দিলি- তুই একটা বাচ্চি!

> মেজাজ খারাপ হচ্ছে কিন্তু!

>ওকে! তাহলে তোরে একটা ললিপপ কিইন্যা দিমু!

>খেলবো না কিন্তু কুত্তা!

>কি খেলবি না?

>জানি না!

>হাহহা! আমার বাচ্চি সোনা! ওলে ওলে রাগ করে না!

>এখন কিন্তু মুখ খারাপ করে গালি দিব!

>হাহহা! অই তুই কি মুখ খারাপ করবি? তুই গালি দিতে জানিস?

>না জানি না! শিইখ্যা তারপর দিমু!

>হাহা! কার কাছ থেকে শিখবি?

>কার আবার তোর কাছ থেকে!

>হাহহহা! পাগলী! বাচ্চি আমার!

>তুই কি থামবি? আমি এখন কাঁদবো কিন্তু!

>আচ্ছা! আচ্ছা! আর কাঁদতে হবে না! আয়, কাছে আয়, আদর করে দেই!

>থাক লাগবে না! আদরের নামে মারবি!

>না রে সোনামনি! তোকে অনেক মিস করছি, তাই তো এত মায়া হচ্ছিল রে!

>হু! আমি জানি বুদ্ধু!

>জানিস?

>জানি! আমি না জানলে, কে জানবে - তোর অইসব মায়াবতীরা?

>হাহহা! আবার বাচ্চামিপনা? দুষ্টু মায়াবতী! আদর! আদর!

>হু! তোরেও ...।কি মনে করছিস? আদর? মোটেও না দুইটা লাত্থি কুত্তা! হাহহা!

>ওকে ওকে! তুই লাত্থি দিলেও হবে মায়াবতী!

>না , লাত্থি দিব না!

>কেন?মায়া হয় বুঝি?

>হু! রে বুদ্ধু! অনেক মায়া হয়!

>আমার বাচ্চি মায়াবতী!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

এন ইউ এমিল বলেছেন: B-)) B-)) B-)) B-))

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি! ধন্যবাদ !

২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

ইখতামিন বলেছেন:
কনভার্স দারুণ
++

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! শুভ কামনা!

৩| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

সংগ্রামী বালক বলেছেন: খুব সুন্দয় লিখেছেন।পড়ে ভালো লাগলো

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! শুভ কামনা!

৪| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

ভিটামিন সি বলেছেন: এতো গালাগালি কেরে? আবেগে কাইন্দালাইতে ইচ্ছা করতেছে।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তাই না কি ভাইয়া? তবে এই মজার গালাগালিতে অন্যরকম ভাললাগা আর ভালবাসা ছুঁয়ে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.