![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>একটা গল্প বল শুনি?
> তুই বল?
>না তুই বল- আমি শুনি?
>ওকে শোন, - মেয়েটা গোছালো- ছেলেটা এলোমেলো!
>হু! তারপর?
>মেয়েটা রাগালো- ছেলেটা হারলো !
>হু!তারপর?
>ছেলেটা স্বপ্ন দেখালো- মেয়েটা হাত ধরলো!
>হু তারপর?
>ছেলেটা সাহস দিলো- মেয়েটা আস্থা রাখলো!
>হু!
>>অবশেষে দুজনের পথ এক হল- !
>তারপর?
>ছেলেটা গালি দিত- মেয়েটা হাসতো!
>শালা হারামী!তারপর?
>মেয়েটা অপেক্ষায় বসে থাকতো - ছেলেটা কষ্ট দিত!
>তারপর?
>মেয়েটা কাঁদতো- ছেলেটা আদুরে বকা দিত!
> তারপর?
>>এইতো এভাবেই চলছিলো-
>>তারপর- একদিন ছেলেটা বলল-
>অই দেখ- একটা ঝড় ! জানিস, ঝড়টার নাম কি?
>মেয়েটা - চুপ করে রইল-!
>ছেলেটা বলল- বাস্তবতা!
>মেয়েটা বলল- তাই বলে কি তুই পর হয়ে যাবি?
>ছেলেটা বলল- হু!
>> এরপর মেয়েটা কিছু বলল না- নীরবে কাঁদতে লাগলো - কষ্টে ককিয়ে ঊঠলো-
>> কিন্তু ছেলেটা তবুও চলে গেল...! পিছু ফিরে দেখলো না!
>> ছেলেটা ভাবল - গল্পের শেষ এখানেই!
>>কিন্তু মেয়েটা মাঝখানেই দাঁড়িয়ে রইলো- !
>>> গল্পের শেষ হয়েও হলো না--!
>>> তারপর কি হবে কেউ জানে না...............!
©somewhere in net ltd.