নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এইবারও ভোট না দিয়ে রেকর্ড! এবং নির্বাচন অফিসারের কর্ম !

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

আমার ভোট দেয়ার ইচ্ছেও নাই কিন্তু আমি না দেই আমার পরিবারের বাকি ৩ জন তো ভোট দিতে আগ্রহী! কিন্তু দেয়ার উপায় নাই! আমরা রংপুরের ভোটার! রংপুর থেকে দিনাজপুর আসার পর ভোটের লিস্টের হালনাগাদের সময় আমাদের নাম দেয়া হয়, মানে ট্রান্সফার করার জন্য যাবতীয় ফর্মালিটি করা হয়! কিন্তু সেই পর্যন্তই ! খসরাতে নাম ঊঠে কিন্তু ভোট দেয়ার সময় আমাদের নাম নির্দিষ্ট কেন্দ্রে পাওয়া যায় না! এমনকি ভোটের নতুন আইডি কার্ড ও আমাদের দেয়া হয় নাই! বারবার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ধন্না দিয়েও কাজ হয় নাই! এমনকি উপজেলা নির্বাচন অফিসারের সাথে আমার বাপি এই নিয়ে বেশ কয়েকবার ফোন করে কথা বললেও তিনি কোন সমাধান দেন নাই! যার ফলে, জাতীয় সংসদ নির্বাচনেও আমরা ৪ জন ভোট দিতে পারি নাই! এবং উপজেলা নির্বাচনেও ভোট দিতে পারলাম না! অথচ সব ধরনের ফর্মালিটি পুরণ করা হয়েছে কিন্তু আমাদের আইডি কার্ড আসে নাই, এমনকি ভোটের লিস্টে নাম ঊঠে নাই!

এই ব্যাপারে নির্বাচন কমিশন কিছু বলবেন কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.