![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বামীর পরকীয়ার জের ধরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে স্বামী নিহত এবং স্ত্রী গুরুতর আহত হয়েছে রাজধানীর তুরাগে! বিয়ের পর একটা পুরুষের / মহিলার পরকীয়ার জের ধরে এরকম বহু ঘটনাই ঘটছে! আচ্ছা, একটা পুরুষের / মহিলার মানসিক বা শারীরিক চাহিদা মেটানোর জন্য কি একজন স্বামী রূপী পুরুষ বা স্ত্রী রূপী মহিলাই যথেষ্ট নয়? এরপরও কেন এইসব বদমাইশ পুরুষ/ মহিলাগুলা বিয়ের পর পরকীয়ায় জড়ায়? যখন একটা ঘরে সন্তান আসে তখন সেই সন্তানের কথা চিন্তা করেও তো মানুষ অনেক খারাপ কাজ করা ছেড়ে দেয় আর এরা ঘরে/ স্বামী / স্ত্রী/ সন্তান রেখে বাইরে অন্য পুরুষ / মহিলার সাথে রং- রসে মত্ত হয়! কতটা কষ্ট বা জ্বালা হয় একটা স্ত্রীর/ স্বামীর - যখন তারা দেখে তাদের স্বামী / স্ত্রী তাকে ঘরে রেখে অন্য পুরুষ / মহিলার সাথে সময় কাটাচ্ছে! কতটা কষ্ট হয় সেইসব সন্তানদের যখন তারা দেখে তাদের বাবা/মা অন্য নারী/পুরুষে আসক্ত!
>>আমি খুব কাছে থেকে এরকম কয়েকজন পুরুষকে /মহিলাকে দেখেছি যারা ঘরে স্বামী / স্ত্রী/ সন্তান রেখে অন্য পুরুষে /মহিলায় আসক্ত! এত ঘৃণা হয়েছে তাদের প্রতি যে এই নিয়ে তাদের সাথে আমার বিরাট ঝামেলাও হয়েছে!
>>এবং ঘৃণিত হলেও সত্যি যে- মজার কথাটা তাদের লুলামি অর্থে বোঝাতে চেয়েছিলাম কিন্তু অনেকে হয়ত ভুল বুঝবে তাই এডিট করলাম - ফেবু ইউজের প্রথম দিকে বেশ কিছু মিডিয়া জগতের এবং অন্য কয়েকজন বিবাহিত/ বয়স্ক পুরুষকে দেখেছি- কথা বলতে বলতে বেলাইনে চলে যেতে! ধোলাই দেই নাই- শুধু ঠান্ডা মাথায় সেইভাবেই বুঝিয়ে দিয়েছি- সে/ তিনি ভুল জায়গায় নক করেছেন! এবং আমার জানা মতে আমার পরিচিত আরো বেশ কয়েকজন মেয়েও এই ধরনের পরিস্থিতির শিকার হয়!
>> তবে পরকীয়া হোক বা প্রেমের নামে নোংরামি হোক এতে কিন্তু বর্তমানের কিছু তরুন/ তরুনীরাও পিছিয়ে নেই! ধুমসে তারাও চালাচ্ছে এইসব নোংরামি !
©somewhere in net ltd.