![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা-ঘাটে , স্কুল/কলেজে মেয়েদেরকে বিরক্তকারী এবং টিজকারী হিসেবে খ্যাত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি আজ পর্যন্ত দেখলাম না! আর তাই এইসব বখাটেদের দ্বারা আক্রান্ত মেয়েরা আত্মহত্তার পথ বেছে নেয় কেউ বা বখাটেদের দ্বারা আহত/ নিহত হয়, কেউবা বখাটেদের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে খুনী হয়!
>>কিছুদিন আগেই এক মা তার মেয়েকে এরকম একজন বখাটের হাত থেকে বাঁচাতে গিয়ে খুনী হয়! মানে সেই বখাটেকে খুন করে!
>>আর গতকাল শনিবার লালমনিরহাটের আদিতমারীতে কিছু বখাটেদের মোবাইল ফোনে ছবি তুলতে নিষেধ করায় স্কুল শিক্ষকসহ ৬ স্কুল ছাত্রীকে পিটিয়ে জখম করেছে সেই সব বখাটেরা! এখনো যাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ! (পেপারে পড়লাম)
>> গ্রেফতার করলেও শাস্তি দৃষ্টান্তমূলক হবে না, কারন সে রকম কোন আইন নেই! আর এ কারনেই বখাটেরা অল্প শাস্তি ভোগ করে বের হয়ে এসে আবার বখাটেপনা করে নয়ত প্রতিশোধ নেয় আবার!
০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! এখনো তারা গ্রেফতার হয় নাই! পেপারে পড়লাম!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
আমিনুর রহমান বলেছেন:
গ্রেফতার করলেও শাস্তি দৃষ্টান্তমূলক হবে না. খবর নিয়ে দেখুন হিয়ে এত সময়ে হয়ত ছাড়াও পেয়ে গেছে ... শাস্তি তো বহুদুরে !!!