![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>কেজিতে- হাসান দুষ্টামি করবি না একদম, করলে মাইর খাবি কিন্তু!
- মারো তো দেখি, আমি তাহলে কৃশ হয়ে তোমাকে ধরবো! ( হাসতে হাসতে দুই ম্যাডাম শেষ )
>ওয়ান - শোন, মাইর খাইতে না চাইলে তাড়াতাড়ি লেখা শুরু করো!
- ধ্রুব নামক বদমাশ ছাত্র বলে ওঠে- হ্যাঁ ম্যাডাম বলেন, মাইর খাইতে না চাইলে কি কি লেখা শুরু করবো? (আমি তো হাসতে হাসতে একদম ক্লাসের বাইরে সবাইকে ঘটনা বলতে!)
> টু- একদম কথা বলবে না কেউ, না হলে মাইর পড়বে!
- একসাথে সবাই- ম্যাডাম, আপনি তো মারতেই পারেন না, উল্টো স্যার আমাদের মারলে আপনি কাঁদেন ! ( কি বলব- এই বদমাশগুলাকে ?)
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই খুব ভালু না... তবে বাচ্চাদের কথাগুলো মাঝে মাঝে খুব মজা দেয়!
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
সালাহ উদ্দিন০০৭ বলেছেন: আপনি এত ভালু কেন?