|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি বিভৎস  সেই দৃষ্টি...  
শত শত বিভৎস দৃষ্টিকে উপেক্ষা করা যায়
যায় না শুধু সেই দৃষ্টিকে উপেক্ষা করা...!  
তার দেয়া লজ্জা মাথায় নিয়ে 
তাই নিজেকেই আড়াল করতে  
লোকালয় ছেড়ে বনবাসে যেতে হয়...!  
আর যাই হোক- এরকম বিভৎস দৃষ্টির মাঝে 
চলা-ফেরা করা যায় না...!  
বিস্ময়ে  বিমূঢ় আমি- 
তাই লোকালয় ছেড়ে বনবাসেই যাচ্ছি চলে! 
যদি কখনো ইচ্ছে হয়
ফিরে আসতেও পারি আবার লোকালয়ে 
সেটা কালও হতে পারে 
কিংবা দু’দিন পরে...
কিংবা ফিরবো না আর এই লোকালয়ে 
এমনও হতে পারে ! 
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৫৩
২৫ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুররর ভাইয়া! পাগল হাম্বাই তো সব গোলমালে করছে, মালা সে দিবে না ভাই! তার কারনেই বনবাসে চলে যেতে হবে! যাক, আপনার খবর কি? আমাদের বাসায় আসার কথা ছিল! আসেন নি? পুতলি ভাবি কেমন আছে?
২|  ২৫ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৩:০০
২৫ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৩:০০
ভিটামিন সি বলেছেন: আমি তো এখনও দেশে আসিনি। ইনফ্লুয়েন্জাতে ভুগতেছি। আজকে অফিসে এসেছি শুধুমাত্র জবগুলো আপডেট করে রাখতে। 
পাগলটারে ধইরা বাইন্ধা ফেলেন। আমি ধইরা দিমুনে। 
আপনার পুতলি ভাবীটা তো বড় হয়ে গেছে। এইবার এইচএসসি দিল। গতকাল তার থিওরি এক্সাম শেষ। আজ সকালে একা একাই সে চলে গিয়েছে তার বাবা-মায়ের কাছে গোপালপুরে। 
পুতুলটার খুব শখ দুরে কোথাও তাকে নিয়ে আমি বেড়াতে যেতাম। সত্যি সত্যি যদি আপনার ঠিকানাটা পেতাম তাহলে আপনাদের দিনাজপুরেই চলে আসতাম ওকে  নিয়ে। ভালো থাকবেন। 
  ২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৩৫
২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভাইয়া!দেশে এসে নক করিয়েন অথবা আপনার ফেবু আইডি দিন। ঠিকানা সেখানেই দেবো। আমারটা ও নিতে পারেন যদি চান।
৩|  ২৫ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৩৭
২৫ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৩৭
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম.................!
 প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ  
৪|  ২৬ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:১৪
২৬ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:১৪
শাহজাহান মুনির বলেছেন: সেটা কালও হতে পারে
কিংবা দু’দিন পরে...  
ফিরে আসুন অতি শীঘ্রই ।
  ২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৩৬
২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আছি! এখুনি নয় ...আপাতত একটা অবাক দৃষ্টি আর কিছু নীরবতাই ছুড়ে দিচ্ছি!
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:২৬
২৫ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:২৬
ভিটামিন সি বলেছেন: সেই পাগলে তাহলে হাজীর মাইয়ার গলায় মালা দিছে? কই দাওয়াত তো পাইলাম না গো মাষ্টারনী।