![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> তোমার পাশের সিটে ছেলেকে দিবো! নাবিল কাউন্টারের পরিচিত এক মামার কথা! যতবার-ই ঢাকা- দিনাজপুর, দিনাজপুর -ঢাকা যাই প্রায় সময়-ই আরামে একা একা যাই, মানে পাশের সিটে কেউ থাকে না কিন্তু গত দুবার থেকে পাশের সিটে মেয়ে/মহিলা দিয়েছিল, যারা সারা রাস্তা( ৭/৮ ঘন্টার রাস্তা) বমি করতে করতে গেছে সেই সাথে আমার অবস্থাও খারাপ করেছিল, তাই এবার ঢাকা থেকে আসার আগে টিকেট বুক করার আগে-মামাকে বলেছিলাম, মামা পাশের সিটে ছেলে দিয়েন কিন্তু তবুও কোন বমি’য়ালা মেয়ে/মহিলা দিয়েন না। মামা শুনেই চিল্লা-চিল্লি- কি বল এইসব? তোমার পাশের সিটে ছেলে দিবো?!? আমি যতবার-ই বোঝাতে যাই প্রব এর কথা মামা ততবার-ই রেগে যায়!
>> উনি আমার নিজের কেউ না যেতে-আসতেই পরিচয়। সেই সুত্রেই মামা ডাকি...!
অথচ কি অদ্ভুদ তার শাসন/ টান! এভাবেই কত পর’রা আপন হয়ে যায় আর কত আপন জনেরা পরের থেকেও পর হয়ে যায়!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:২৮
অসথির ভােলাবাসা বলেছেন: 1 + 1 = 1 / ?
1 - 1 = 3