![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>সে ছেলেরবেটি/ মেয়েরবেটি কিংবা সাধারণ একজন মানুষ যেই হোক না কেন, তার সাথে প্রেমে জড়ানোর পর ভবিষ্যৎ প্রতারনা থেকে বাঁচতে তার সাথে ফেবুতে হওয়া সব কথা ইনবক্স থেকে কপি করে রেখে দিন, কিংবা নিয়ে রাখুন কিছু স্পেশাল কথার স্ক্রিন শর্ট ! মোবাইলে হওয়া সব কথা রেকর্ড করে রাখুন! আর মেইল/ চিঠি/ মেসেজ সব সংরক্ষণ করুন! অনেক প্রেমিক -প্রেমিকার ফেবু আইডি নেয় কিন্তু নিজেরটা দেয় না (কয়েকজনের কাছে শুনেছি) , সেক্ষেত্রে প্রেমিকের সাথে হওয়া প্রত্যেকটা কথা, কপি করে রাখুন, প্রেমিক তা মুছে ফেলার আগেই! আর টাকা যদি চায় কোন প্রেমিক/ প্রেমিকা এক কথায় না বলুন ! যারা প্রেমিক/প্রেমিকার টাকার পেছনে ছোটে এবং ছলে-বলে টাকা নেয়, বুঝতেই হবে তাদের উদ্দেশ্য কি... ?
>>এরপর ভবিষ্যতে যদি সেই প্রেমিক/ প্রেমিকা প্রতারণা করে আর আপনি ভেঙ্গে যান, জীবন হয়ে পড়ে দুর্বিষহ তখন আর কিছু করতে না পারুন, অইসব প্রতারক প্রেমিক/প্রেমিকার অইসব ডকুমেন্টস সকলের সামনে তুলে ধরে তার মুখোশ খুলে দিন!
>>কারন সময় এখন এসেছে প্রতিবাদ করার! আর চুপ করে বসে থাকবেন না, কিংবা ভেতরে ভেতরে ডুকরে একাকী কেঁদে উঠবেন না... আপনাকে যে কাঁদিয়েছে তার মুখোশ সকলের সামনে তুলে ধরুন!
২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু প্রতারকরা চালাক তো হবেই... তা না হলে কিভাবে প্রতারনা করবে? জানি তাদের লাজ-শরম নাই কিন্তু তবুও তাদের মুখোশ উম্মোচন করে দেয়া দরকার!
২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯
মদন বলেছেন: +
২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... ধন্যবাদ !
৩| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮
নতুন বলেছেন: প্রেমের নামে প্রতারনার এতো কাহিনি আছে..
তার পরেও মেয়েরা কেমনে প্রেমিকের মিস্টি কথায় গলে যায়??
একটা কথা সব সময়ে মনে রাখতে হবে... " দুস্টু লোকের মিস্টি কথা"
২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু মেয়েরা কেন গলে যায় এটাই প্রশ্ন...! আবার ছেলেরাও যে প্রতারিত হয় না এমন নয়!
৪| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
শাহ আজিজ বলেছেন: তসলিমা নাসরিনএর লেটেস্ট এডিশন হওয়ার একটা দারুন ঝোঁক চেপেছে । কেউ কেউ রাতারাতি ফেবু সেলিব্রিটি হয়ে যাবে ।
২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক কি উদ্দেশে এটা বলা বুঝলাম না!
৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৫
রেজা এম বলেছেন: প্রতারনা দুরে থাক । ভালোবাসা তুমি ফিরে আসো
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তারা বহুত চালাক হয়, শিয়ালের সিনিয়র হয়। জামাইরে বন্ধু বানাইয়া চালাইয়া দেয়। এমন কি নিজেও তেমন কোনো আড়ালের আশ্রয় নেয়।
তারপরও একটা কথা থাকে- যে প্রতারক সে লাজ-মান-জেল-জরিমানা নিয়া মাথা ঘামাবে না। চোরের বড় গলা।