নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যত্তদিন তুই এইভাবে আমাকে জ্বালাবি .........।

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

সময়ে অসময়ে তোর দেয়া স্ট্যাটাস গুলি ... হাসিঠাট্টায় মেতে ওঠা মন্তব্যগুলি

প্রতিদিন-ই জানান দিত তার বর্তমান অবস্থার কথা... হয়তো যতটুকু লেখা থাকে তার থেকে অনেক বেশি অজানাই থেকে যেত ...কিন্তু বাকিটা জানার পথ ছিল তখন কিন্তু এখন ... ! জানিস, বড্ড কষ্ট হয় যখন নিয়ম করে প্রতিদিন তোকে শিলাবৃষ্টির মত মেসেজ পাঠিয়ে জ্বালাতন করতে পারি না... দমকা ঝড়ের মত মেইলগুলি পাঠিয়ে তোকে একটু এলোমেলো করে দিতে পারি না... বড্ড আফসোস হয় রে, যখন বলতে পারি না- কেমন আছিস? কি খেয়েছিস? কি করছিস? খুব কান্না পায় যখন দেখলাম- শত শত সুখ- দুঃখের/ কষ্টের / যন্ত্রণার হাজারো খবরের ভিড়ে -- এতদিনের প্রতীক্ষার একটা খবর সবাই জানলেও আমাকে তুই জানাস নাই...! না জানা...! অস্থির লাগে যখন তোর ওয়ালে ঢোকার ...অবাধ বিচরণ করার সবগুলো পথ নিজ হাতেই বন্ধ করে দিতে হয়েছে... দেখতে পাইনা তোর বিটকেলে হাসির ইমো... বলতে পারি না বুকের ভেতরটা বড্ড বেশি চিনচিন করে রে।। চারদিকে তুই নেই তুই নেই হাহাকারটা দম বন্ধ করা কষ্টে আমাকে চেপে ধরে।। কেমন যেন এক দৈন্যতা পেয়ে বসেছে... ভিষন ভিষন রাগ হয়...অভিমান হয় ইচ্ছে করে রিলেশনশিপ এর জায়গায় লিখে ফেলি- অ্যানগেজড ! কভার পিকে একদিন তুই লিখেছিলি- “ In my world there’s only u n me” ইচ্ছে হয় আমি এখন লিখি- “Congratulations u lost me” …… কিন্তু তা আর পারছি কই রে হারামী? কি হাহাকার যে এই বুকের ভেতরে করে -তা আর তুই বুঝলি কই? দুনিয়ার সব শাকচুন্নিদের স্ট্যাটাস আর পিকে এ তোর লাইক/ কমেন্ট দেখে হৃদয় পুড়িয়ে ভাবতে হয়- আমার সাথেই কেন এমন করলি রে বদের হাড্ডি! এই মার্কামারা ফেবুতেই কেন তোর মত মার্কামারার সাথে আমার দেখা হলো... ! আবার একদিক দিয়ে ভাল্লই হইছে তোরে ব্লকাইয়া রাখছি...

তোরে আর দেখুম না... কিন্তু এতেও শান্তি নাই...

কয়েক কোটি আইডি বানাইয়া তুই আমার ওয়ালে ঘুরতেই থাকোস...।

যত্তদিন তুই এইভাবে আমাকে জ্বালাবি .........।

তত্তদিন আমিও তোরে জ্বালা মুউউউউউউউউউউউউউ !

নে এখন ঠেলা সামলা... নইলে কর হামলা... !

এরপর আমি তোর মাথায় ভাঙ্গবো গামলাআআআআআআআআআ !

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: তেমন কিছু বুঝতে পারলাম না তবে শেষ দিকে কবিতার লাইনগুলো খুব ছান্দনিক।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! আসলে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না!

২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

উদদিন বলেছেন: হারিয়ে ফেলা ভালোবাসা এবং তার যন্ত্রনা , "অবশেষে সমযোতার প্রস্তাব ! খুব"ই ইমোশনাল , মনে কষ্ট-বোধ করছি তোমার জন্য , আবার ভালো-ও লেগেছে যখন কিছুটা আদরে নিয়েছ মেনে !

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! ধন্যবাদ !

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগটাকে যেমন দেখতে চাই... ... ... ... পোষ্টে আপনার মন্তব্য আশা করছি আর ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে তবে নাম সরিয়ে নিবো। জানাবেন প্লিজ।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটাতে করেছি, অন্যটা পরে পড়ে মন্তব্য করবো!

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

ফারজুল আরেফিন বলেছেন: :-*

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
hihihi

মজা পেলুম পড়ে B-) B-) B-) B-)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?

৬| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫০

(উৎপল) বলেছেন: পড়তে পড়তে কিছু পুরনো স্মৃতি রোমন্থন করলাম যার অনেকটা মিল আছে লাইনগুলোর সাথে... :)

শেষেরটুকু অস্থির হইসে! :D এত কষ্টের ভিড়েও কিছুটা বিনোদন খুঁজে পেলুম :P

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! এত কষ্টের ভিড়ে আনন্দ যে পেয়েছেন একটু তাতেই আমিও খুশি! ভাল থাকুন সব সময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.