নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাসায় গৃহকর্মী রাখা মানেই কি টেনশন ? !?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

>> ছোট - খাটো বিষয় নিয়ে গৃহকর্মীকে নির্যাতন তো হরহামেশাই ঘটে থাকে! কিন্তু এর বাইরে যেটা বেশি চিন্তার কারন তা হল- কখন বাসার গৃহকর্তা বা ছেলেটির দ্বারা সেই গৃহকর্মীটি শারীরিক নির্যাতন / ছলে-বলে কৌশলে কিংবা ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন/ ধর্ষণ এর শিকার হবে! (তবে সব বাসায় যে এরকমটা ঘটে তা নয়) আবার এরকম ঘটনাও প্রায়-ই ঘটে থাকে, এবং নির্যাতিত গৃহকর্মীর ৯৯%-ই বিচার পায় না! বোঝাই যায় এসব বাসার কর্তা/ ছেলেরা কতটা নীচু মানসিকতার!

>>এখন কথা হল- পরিচারিকাকে একা বাসায় রেখে ( ছেলে / স্বামীর ) বাইরে যাওয়া ঠিক না! কারন কখন কি ঘটবে তা বলা যায় না! বিশ্বাসটাও আজকাল কেমন যেন ঠুনকো হয়ে গেছে! আমার অগাধ বিশ্বাস থাকলো - স্বামী/ ছেলের উপর কিন্তু এ ধরনের ঘটনা ঘটে যেতেও পারে এই ভেবে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিৎ কত্রীদের !

>>ঘটনা- কুমিল্লার হোমনায় রবিবার রাতে রহিমা নামক এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের মানে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা / কত্রীর নামে মামলা দায়ের করেন তার পিতা! অভিযোগ- গৃহকর্তার স্ত্রীর বাসায় না থাকার সুযোগে গৃহকর্তা তাকে মানে গৃহকর্মীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন, এবং বিষয়টি কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দেন, কিন্তু এর-ই মধ্যে সেই পরিচারিকা অন্তঃসত্ত্বা হয়ে যায়, আর গৃহ কর্তার স্ত্রী বিষয়টি টের পেয়ে তাকে জোর পূর্বক গর্ভপাত ঘটায়! এই ঘটনায় অসহায় পিতা বিচার না পেয়ে অবশেষে মামলা দায়ের করেন! (খবর- আজকের ইত্তেফাক)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

আবু শাকিল বলেছেন: হোমনার নিউজ টা আমি পড়েছি।কেননা হোমনা র পাশেই আমার বাড়ি।
গৃহকর্মী বিচার না পাওয়া দূঃখজনক।
গৃহকর্মী বিচার না পাওয়ার প্রধান কারন গৃহকর্তা সবসময় সবল থাকে।আইন,বিচার সবকিছু তাদের কাছে।সেখানে নিজের বিবেক বড় আদালত।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, এরা কখনোই বিচার পায় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.