নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এত্ত এত্ত ব্যাংক ড্রাফট দিয়ে বদমাশরা করেটা কি...?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

>> ১০/১২ বছর আগে বিসিএস পরীক্ষায় ব্যাংক ড্রাফট লাগতো- ২০০-২৫০/ টাকা এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন ৭০০/ টাকা আর বাদ বাকি খরচ তো আছেই, আবার বিশাল লেন্দি হয়ে গেছে এই পরীক্ষা ! অন্য সরকারী/ বেসরকারী জায়গায় পরীক্ষায় ১০০-১৫০/টাকার উপরে ব্যাংক ড্রাফটে কেউ যেত না... আর এখন এরাও ৪০০-৫০০/ টাকার কমে নামে না! এদেশে একজন বেকারের চাকরি পেতে এমনিতেই খবর হয়ে যায়, এরপর ব্যাংক ড্রাফটের জন্য যদি বাপের কাছে টাকা চাওয়া যায় তাহলে চলে ঝাড়ি, কেউ কেউ ছোট- খাটো কোন ইঙ্কামিং আয় থেকে যদিও বা সেই খরচ চালায় তো সারা মাসে হয়ত তাকে টানাটানিতে চলতে হয়!

>>অথচ চাকরি দাতারা ব্যাংক ড্রাফট ছাড়া কিছুই বোঝে না! আর ঘুষ বাণিজ্য তো সাথে থাকছেই! টাকা দাও চাকরি রেডি, আবার এখন টাকা দিয়েও চাকরি পাওয়ার নিশ্চয়তা থাকে না, সেখানেও চলছে প্রতারণা !

(বেশ কিছু চাকরি প্রত্যাশীদের হতাশা থেকে )

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

টুম্পা সাড়া বলেছেন: সত্যই আপু এত ব্যাংক ড্রাফট িদয়া করেটা কি?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উত্তর জানা সত্ত্বেও জানতে মন চায়!

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: দুপুরে করে ডিনার আর রাতে করে লান্স। হেব ইউ এ্যনি প্রবলেম ??? :!> :!> :!> :!> :!> :!> |-) |-) |-) |-) |-) |-)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নো - নো প্রব... ! বাট......।।?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

মাহবু১৫৪ বলেছেন: বিশাল জটিল প্রশ্ন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু......।।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: জাতি এই প্রশ্নের উত্তর জানিয়াও জানতে চায় :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ...জানতে চায়?

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

জনাব মাহাবুব বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: বিশাল জটিল প্রশ্ন


মাথা চুলকানোর ইমো হইবে :-& :-&

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইমোটা আমিও খুঁজে পেলাম না... হাহহা!

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

ভিটামিন সি বলেছেন: ব্যাংক ড্রাফটের টাকা দিয়া জাতির রাণীরে নজরানা দেয়। রানীর পাইক-পেয়াদাদের দিল খুশ করে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া... !

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

কলমের কালি শেষ বলেছেন: উত্তর সবারই জানা তারপরও উত্তর জানতে মরিয়া । এই এক গোজোইব্বা কোয়েস্চেন । :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.