নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সন্তান জন্ম দিলেই বাবা/মা হওয়া যায় না...... !

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

>>হু বাবা/মা হওয়া বড় কঠিন! অনেকেই সন্তান জন্ম দিয়েই মনে করে বাবা/ মা হয়ে গেছে কিন্তু একজন বাবা/ মা’র যে কত দায়িত্ব / কর্তব্য আছে সেটা তারা ভুলে যায়! সন্তানকে মানুষ করতে গেলে বাবা/মা’কে অনেক বিষয়ে খেয়াল রাখতে হয় কিন্তু অনেক বাবা/মা’র কারনেই সন্তানরা বিগ্রে যায়! বাবা/ মা’র প্রাত্যহিক কিছু আচরন সন্তানদের উপর বিরূপ প্রতিক্রিয়া ঘটায় এ কথাটা অনেকে ভুলে গিয়ে তাদের সামনেই ঝগড়া- ঝাটি কিংবা এমন কিছু করে ফেলে যা দেখে সন্তানেরা বিমর্ষ হয়ে যায়, এরপর তো আছেই বাবা/মা’র সন্তানের প্রতি অবহেলা, উদাসীনতা, তাদের ডিভোর্স সহ নানা কারন!

>> তারা কেমন বাবা/মা যাদের কারনে দুই/ দুইটা সন্তান বিষণ্ণতায় ভুগে আত্মহত্যার মত পথ বেছে নেয়? ( কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা - বাবা/মা’র কারনে দু সন্তান আত্মহত্যা করেছে!) ! আর সেই বাবা/ মা কি করে বেঁচে থাকে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! আমিন!

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

আবু শাকিল বলেছেন: কিভাবে প্রকৃত বাবা মা হওয়া যায়।সে ব্যাপারে কিছু লেখা প্রয়োজন বৈকি :)
শুধু বাপ মার দোষ গুন পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.