নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তাকে কতটুকু আনন্দ আর সুখ দিতে পারবো তা জানি না তবে ...........!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

বালিকার ভাবনায় আছে , তার ঠোঁটের থেকে তার কপালের কালো টিপটি-ই হবে
বালকের কাছে বেশি আকর্ষণীয়! বালিকা ভাবে তার অস্তিত্বকে তার শরীরের চাইতে
অনেক বেশি ভালবাসবে আর গুরুত্ব দেবে বালক.........!
বালিকা ভাবে, বালকের কাছেই থাকবে সে সবচেয়ে নিরাপদ...
তার সমস্ত স্বস্তি বালকের কাছে! তার সম্মান তার ভাললাগা,
আর তাকে সামাজিক ভাবে মর্যাদা দেয়ার সাহস অধিকার বালক রাখে...
বুক ফুলিয়ে সবার সামনে বলতে পারে- হু! এই হল আমার লক্ষী বউ,
সামাজিক ভাবে তাকে স্বীকৃতি দেয়ার,
তাকে একান্ত নিজের করে নেয়ার ক্ষমতা আমার আছে
তাই আমি তাকে নিজের করেই গ্রহন করছি.......!
তাকে কতটুকু আনন্দ আর সুখ দিতে পারবো তা জানি না তবে.........
তার সমস্ত কষ্ট দূর করে আজ থেকে তাকে বুকে আগলে রাখার দায়িত্ব আমার!
>>হু... বালিকা এমন কাউকে পেলে তাকে তার প্রাপ্য ভালোবাসা দিতে
দ্বিধা- দ্বন্দ্বের অবকাশ রেখো না... ! !
যে তোমার মনকে সম্পূর্ণ ভাবে ছুঁয়ে দিতে পারবে,
সামাজিকভাবে তোমাকে গ্রহন করতে পারবে,
তার পরিবারে সম্মানের সাথে তোমাকে স্থান দিতে পারবে
শুধু তাকেই তোমাকে ছুঁয়ে দেয়ার, নিজের করে নেয়ার অধিকার দিও!
( বালকদেরও এমন ভাবনা থাকা উচিৎ )

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: বালকদেরও এমন ভাবনা থাকা উচিৎ



শুধু বালক (পুরুষ) বা বালিকা (নারী) নয় , উভয়ের (সবারই) এ ভাবনা থাকা উচিৎ। ভালবাসা পেতে হলে ভালবাসতে জানতে হয়।




শুভ কমানা এই ব্লগ সন্ত্রাসীটার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! অবশ্যই বাল্ক/বালিকা, নারী/পুরুষ উভয়ের-ই এমন মানসিকতা থাকা উচিৎ ! হাহহা! সন্ত্রাসী বানিয়ে ফেললেন দেখছি! ভাল থাকুন!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: বালকদেরও এমন ভাবনা থাকা উচিৎ



শুধু বালক (পুরুষ) বা বালিকা (নারী) নয় , উভয়ের (সবারই) এ ভাবনা থাকা উচিৎ। ভালবাসা পেতে হলে ভালবাসতে জানতে হয়।




শুভ কমানা এই ব্লগ সন্ত্রাসীটার জন্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! অবশ্যই বাল্ক/বালিকা, নারী/পুরুষ উভয়ের-ই এমন মানসিকতা থাকা উচিৎ ! হাহহা! সন্ত্রাসী বানিয়ে ফেললেন দেখছি! ভাল থাকুন!

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

প্রেমিক চিরন্তন বলেছেন: রোমান্টিক ++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ + এর জন্য!

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

ডরোথী সুমী বলেছেন: হুম! ঠিক তাই। এখানেইতো ভাললাগার শুরু। সার্থকতা। শুভকামনা রইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু! আমাদের চিন্তা-ভাবনাগুলি এমন-ই হওয়া উচিৎ কিন্তু হচ্ছে উল্টো ! কেমন আছেন?

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আমি আবার বালক হোতে চাই :D :D

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়ে যান!

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

রেজা এম বলেছেন: ছিল বা এখনও আছে । ।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি!

৭| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: বালিকার মত বালিকা পেলে আমি বালক সব মেলে দেওয়াতে কোন কৃপনতা রইবে না । ফিলিং ডিটারমাইন্ড । B-)

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়য়াও! তাহলে তো খুব ভাল! সেরকম একজন বালিকা খুব তাড়াতাড়ি আসুক আপনার জীবনে এই শুভ কামনা রইল!

৮| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: দাঙ্গা ফ্যাসাদে অভ্যস্ত কেউ যখন রোমান্টিক হয়ে যায় তখন শঙ্কা লাগে :-&

সুন্দর চিন্তায় শুভকামনা :)

ভালো থাকবেন :)

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা রোমান্টিকতার লেখা অনেক আছে এখানে! আপনি শুধু দাঙ্গা/ ফ্যাসাদ ইয়ালা লেখা পড়লে আমার দোষ কি? ভাল থাকবেন!

৯| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

রেজা এম বলেছেন: তুমি কচু বোঝো X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.