নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তোরা আর কি কি খাবি রে......?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

>>কোটায় আর কালোবাজারিরা খেয়ে ফেলেছে সব ট্রেনের টিকিট আর বাসের টিকিট! তোরা আর কি কি খাবি রে? তোরা টিকিট খাস, গাড়ী খাস, বাড়ী খাস, মানুষও খাস, মনে হয় লুকিয়ে-চুপিয়ে কুত্তা/বিলাইও খাস? আর কি কি খাওয়ার বাকি আছে রে তোদের?
>>প্রতি বছর-ই এই কালোবাজারিদের কারনে কিছু মানুষ বঞ্চিত হয় পরিবারের সাথে ঈদ এর আনন্দ করা থেকে,যারা এই টিকিট নামক অমূল্য ধন পায় তাদেরও পোহাতে হয় নানা যন্ত্রণাআর বিড়ম্বনা ! এরপর তো ঘরে যে সহি-সালামতে ফিরে আসবে তার কোন নিশ্চয়তা নেই! দীর্ঘদিন এই যন্ত্রণার মধ্য দিয়ে আমরা ঈদ করতে দিনাজপুর আসতাম! এখন দিনাজপুরেই থাকি তবুও ঈদ এলে সে সময়ের এইসব বিড়ম্বনাগুলি মনে পড়ে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ওদের পেট ভরে তবু চোখ ভরে না তাই এত্তো ক্ষেতে (খেতে) চায়। ওদের হাত থেকে বাচার কোন উপায় নাই গোলাম হোসেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ওদের পেট কখনোই ভরবে না.........

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩

ঢাকাবাসী বলেছেন: রেলের একশ ইন্জিন আর ৪০০ বগি হলে এই দুর্ভোগ নাই হয়ে যায়। হতে দিবেনা কারন তাহলে বক্তৃ.. দিবে কি নিয়ে! দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... বলেই তো দিলেন কিন্তু......।

৩| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: আমার দাদী বলতেন ' জানিস , দুনিয়ার মইদ্দে সবচেয়ে খাদক কে । যার পেটে যাই দিবি হজম হইয়া যাইব ! '
আমি না সূচক মাথা নাড়ি ।
দাদী বলেন 'মাটির চুলা'

আমার তো মনে হয় বাঙালীর পেট সেই চুলার চেয়েও ভয়াবহ !

ভালো থাকবেন :)

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কতটা বড় সেটা ভাবতে গেলেই সমস্যা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.