নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>> নাও জ্বালা ! আহা! মরি! মরি! পূজা হচ্ছে বলে বুঝি বাইরে যাওয়া যাবে না ?
কিছু কাজে মামনী, ছোট বোন সহ বাইরে গিয়েছিলাম, বাসার গলি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার মুহূর্তে পাড়ার এক দাদীর প্রশ্ন! কইলাম- জি পূজা দেখতে যাচ্ছি! এইবার উনি টাস্কিত! এর-ই মধ্যে তার কন্যা বের হয়েছেন, কোথাও যাবে মনে হয়। জিগাইলাম- আপনার কন্যাও বুঝি পূজা দেখতে যাচ্ছে? এইবার হই হই করে উঠলো- না।। না... ও তো একটু কাজে বাইরে যাচ্ছে! এইবার কইলাম- তাই না কি? ভাবছিলাম উনিও বুঝি পূজা দেখতে যাচ্ছেন! আর কোন কথা নাই... খাট্টাসী!
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অই মহিলা ওমন-ই! ওরে এইভাবে সাইজ দিলেও শিক্ষা হয় না!
২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:২১
এম এ কাশেম বলেছেন: মুহূর্তে পাড়ার এক দাদীর প্রশ্ন! কইলাম- জি পূজা দেখতে যাচ্ছি! এইবার উনি টাস্কিত - এইখানে হাজী সাহেব কোথায়?
হাজী সাহেব নিয়ে এত ফাইজলামী কেন?
নিজেই তো দেখি খাট্টাসী....................
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি কতটা গাধা সেটা বিবেচনায় গেলাম না! উপরের লাইন্টা কি লেখা আছে দেখেছেন? আমার বাবা হাজী! এখন ভাল করে লেখা পড়ে কমেন্ট করেন!
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪
যমুনার চোরাবালি বলেছেন: আপনার বাবা হাজী তাইনা ? লিখাটি পড়ে মজা পেলাম! শুভেচ্ছা!
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমার বাপি হাজী! ধন্যবাদ ভাইয়া!
৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
সৃজনশীলপ্রয়াস বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার:
বি এন পি-আওয়ামীলীগ যার যার, খালেদার জন্মদিন উৎসব সবার
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!
৫| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাবছিলাম উনিও বুঝি পূজা দেখতে যাচ্ছেন! আর কোন কথা নাই... খাট্টাসী!
শুভ কামনা এই ব্লগ সন্ত্রাসীটার জন্য।
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধইন্না পাতা ভাইয়া!
৬| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
sumit বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো সাইজ দিসেন