নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের কত্ত আরাম আর মজা... (ঈদের দিন) !

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯

>> ঈদের দিন সাত সকালে (অন্যদিন বেলা ১২টার আগে কেউ ওঠে কি না সন্দেহ আছে) ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, পাজামা/পাঞ্জাবি পড়ে ফ্যাশুন করে মসজিদে বা ঈদ্গাহে যায়... ! এরপর নামাজ শেষে বাসায় এসে হুজুর কোরবানী করে দিয়ে যায়, কসাই মাংস কেটে-কুটে দিয়ে যায় আর সেই মাংস এনে তারা অন্দর মহলে ফেলে দেয়, এরপর আরামসে বসে পেট উঁচু করে খেয়ে, গরুর মত ঘুম নয়তো আড্ডা, ঘোরাফেরা আর ফেবু/ স্কাইপে তো আছেই...।।
>>আর মেয়েদের সেই সাত সকাল থেকে ঘর গোছাও, রান্না কর, মাংস আসলে সেটা প্রসেস কর, ফ্রিজে ঢোকাও, আবার রান্না কর, জাল দাও এরপর তো লাট সাহেবদের আবদার আছেই- কাবাব বানাও, কোপ্তা বানাও, কিমা কর, রুটি বানাও... এইটা সেইটা তারপর আছে মেহমানদারী ... রাত ১২- ১ টার আগে নিস্তার নাই... শরীর চলুক আর না চলুক সব কাজ কর!
>> তা বাপজানেরা আপনারা একটু কাজ করলে কি হয় শুনি?

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত বড় অপবাদ!!!! ঈদের দিনে ;)

তা অত্ত বড় গরুটা কাটাকুটি সারাদিন কে করে? কে বানায়? বোনটি?
কে আত্মীয় স্বজনদের বাড়ী বাড়ী পৌছে দেয়...
গায় রক্ত মাখা জামা নিয়ে ঘেমে নেয়ে পিস পিস করে তৈরি করে দিলে পরেইনা ঘরের কাজ শুরু..

আর সব কিছূতেই খালী ঢিস্যুম ঢিস্যুম মন কেন??

ভালবাসার চোখে দেখুন! দেখলে দেখবেন - সব কেমন মায়াময়...

নজরুলে কবিতাই হোক সমাধান-

এই পৃথিবীর যা কিছূ সৃস্টি চিরকল্যানকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর...

ঈদ মোবারক।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা এই অপবাদটুকু না দিলে যে জানা হতো না আমার ব্লগার ভাইজানেরা কে কেমন কাজ করে ? একটু- আধটু ঢিসুম ঢিসুম না করলে কি হয়? ভাল তো বাসি-ই তবে মাঝে মাঝে এভাবেই সবাইকে ঢিসুম্মম্মম্মম করবো! কমেন্ট দেখতে না পারার জন্য দেরী হয়ে গেল! হাম্বা মোবারক!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০

নিয়ামুল ইসলাম বলেছেন: এহ আইছে আরেকজন, কত কাজ করি। আর যেরকম বর্ণনা দিলেন কোন বাংলাদেশি কুলাঙ্গার যদি সত্যিই এরকম করে থাকে তাহলে আর কিছু বলার নাই। তারা কুরবানির ঈদের আনন্দ থেকে বঞ্চিত করলো নিজেদের।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা জানি তো! একটু দুষ্টামি করেছি! হু অনেকেই করে, আবার অনেকেই একদম আমার বর্ণনার মত! ভাল থাকুন!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

জামাল হোসেন (সেলিম) বলেছেন: এই সেরেছে রে!! আমাদের সবাইকে......... বানয়ে ফেলেছে। এত্ত বড় অপবাদ!!! X( X( X(( X((

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ! আচ্ছা ঠিক আছে আপনারা হাম্বা... না না গরুই! হাম্বা তো একজন-ই আমার কাছে! ভাল থাকুন!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১

আমি ময়ূরাক্ষী বলেছেন: মেয়ে হয়েও বিদ্রোহী ভৃগু এর কমেন্টে লাইক না দিয়ে পারলাম না। হাসলাম কিছুক্ষন ভৃগু ভাই এর কমেনট পড়ে। আপনার পোস্টটিও কম মজার নয়। যাই বলুন কোরবাণী ঈদে ছেলেদের কাজও কম নয়।

আপনাকে ঈদের শুভেচ্ছা ইপ্সিতা।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আরে আপু, এটা তো শুধু মজা করা! আমার শেষের লাইনটাই তো তা বলে দেয়! অবশ্যই বাপজানেরা কিছু কাজ করে! দেরীতে ঈদ মোবারক! কারন এ কয়দিন কমেন্ট দেখা যাচ্ছিলো না! ভাল থাকবেন!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

কালীদাস বলেছেন: আমি নর্মালি গরুর সাথে গল্প করে সময় কাটাতাম, তাই বলে এভাবে??!!

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! দেখেছেন, কিভাবে সত্যিটা বেড়িয়ে এলো! সাহসী মন্তব্যর জন্য ধইন্না পাতা!

৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫১

পাজল্‌ড ডক বলেছেন: ওইসব বাদ দেন, গরুটা বাসায় আনলো কে 8-| B-)) !!!(গরু দৌড় দিলে তার রশিটা আপনার হাতে দিয়া দিলেই.......) =p~

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! শুধু রশি কেন, আমি লাল জামা ওর স্কার্ট পড়ে থাকতাম, তাহলে... ?

৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৬

একলা ফড়িং বলেছেন: বাপজানেরা আপনারা একটু কাজ করলে কি হয় শুনি? X( X(


হা হা! পোস্ট আর উপরের কমেন্টগুলা দেখে সেই মজা পাইলাম =p~ =p~

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিইইইই! মজাই মজা!

৮| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

আবু শাকিল বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত বড় অপবাদ!!!! ঈদের দিনে ;)

তা অত্ত বড় গরুটা কাটাকুটি সারাদিন কে করে? কে বানায়? বোনটি?
কে আত্মীয় স্বজনদের বাড়ী বাড়ী পৌছে দেয়...
গায় রক্ত মাখা জামা নিয়ে ঘেমে নেয়ে পিস পিস করে তৈরি করে দিলে পরেইনা ঘরের কাজ শুরু..

আর সব কিছূতেই খালী ঢিস্যুম ঢিস্যুম মন কেন??

ভালবাসার চোখে দেখুন! দেখলে দেখবেন - সব কেমন মায়াময়...

নজরুলে কবিতাই হোক সমাধান-

এই পৃথিবীর যা কিছূ সৃস্টি চিরকল্যানকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর...

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নাকেও তাই তাকে দেয়া রিপ্লাইটা দিলাম! আহহা এই অপবাদটুকু না দিলে যে জানা হতো না আমার ব্লগার ভাইজানেরা কে কেমন কাজ করে ? একটু- আধটু ঢিসুম ঢিসুম না করলে কি হয়? ভাল তো বাসি-ই তবে মাঝে মাঝে এভাবেই সবাইকে ঢিসুম্মম্মম্মম করবো! কমেন্ট দেখতে না পারার জন্য দেরী হয়ে গেল! হাম্বা মোবারক!

৯| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: নাহ ! এইটারে নিয়া আর পারা গেলো না ! খালি দাঙ্গা ফ্যাসাদে অভ্যস্ত !

হেতের জামাই আর্নল্ড সেয়ার্জনেগার টাইপের না হইলে বেচারা কপালে শনি আছে দেখা যাইতেছে B-)

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত বড় অপবাদ!!!! ঈদের দিনে ;)

তা অত্ত বড় গরুটা কাটাকুটি সারাদিন কে করে? কে বানায়? বোনটি?
কে আত্মীয় স্বজনদের বাড়ী বাড়ী পৌছে দেয়...
গায় রক্ত মাখা জামা নিয়ে ঘেমে নেয়ে পিস পিস করে তৈরি করে দিলে পরেইনা ঘরের কাজ শুরু..

আর সব কিছূতেই খালী ঢিস্যুম ঢিস্যুম মন কেন??

ভালবাসার চোখে দেখুন! দেখলে দেখবেন - সব কেমন মায়াময়..
.

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! আমার জামাই তো আরো ডাকাত হবে-- ওর সাথে লড়াই করার জন্য আগে থেকেই সব প্রাক্টিস করছি! কোথায় হেল্প করবেন তা না......... ! ঢিসুম্মম্মম্ম!

১০| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঈপ্সিতা চৌধুরী লা জওয়াব কেন ?



ছেলেরা সব গুছিয়ে দিলেই না মেয়েদের কাজ শুরু হয়।




শুভ কামনা ব্লগ সন্ত্রাসীটার জন্য।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরে লা জওয়াব তো ছিলাম কমেন্ট দেখতে পারছিলাম না সে জন্য! হাহহা - অইটুকুই শেষ ভাইজান! আসলে একটু মজা করলাম... আর এটা না করলে জানতাম কিভাবে যে আপনারা কাজ ও করেন... ঝগড়াও করেন......।। হাহহা!

১১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮

sumit বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.