নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

২০টাকা নিতে লজ্জাও লাগে না তোদের!!!

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৫

>>সঞ্চয় অফিসে গেলেই সেইসব অফিসের কর্মকর্তাদের কাজকর্ম দেখতে প্রতিবার-ই অবাক হতে হয়! কারন এরা গ্রাহককে বসিয়ে রেখে, ফাইদা তুলতে অভ্যস্ত! অথচ অবাক করার মত ঘটনা, এরা ২০/টাকা পাইলেই কাজ তাড়াতাড়ি করে দেয়!
>>যেখানে যেকোন সরকারী অফিসের একজন পিয়ন কিংবা ডাক্তারদের চেম্বারে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট ৫০/১০০ টাকা হাতে গুঁজে দিলে কাজ করে, সেখানে এরা সরকারী চেয়ারে বসে, কর্মকর্তার লেবেশ ধরে হাত পেতে কিছু মানুষের ২০/টাকা হাত পেতে ভিক্ষা কিভাবে নেয়, তা আজোও বুঝলুম না! ওদের অই ২০/টাকা নেয়া দেখলে আমার-ই লজ্জা লাগে কিন্তু ওরা কি দারুন ভঙ্গিতে সেই টাকা নিয়ে ড্রয়ারে রেখে দেয়!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১

যোগী বলেছেন:
হা হা হা.......।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিইই !

২| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২

sumit বলেছেন:

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বলতেই হয়!

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই আপনি কি আরো বেশি নিতে বলছেন????

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না শুধু ঘটনাটা তুলে ধরলাম!

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮

সরদার হারুন বলেছেন: আমারমনে হয় অনাহুত কোন এক শ্রেনীকে ছোট করার মানসে আপনি এ লেখাটা দিয়েছেন । আপনার লেখায় হিংসা প্রকাশ পাচ্ছে যা ব্লগ লেখকের
পক্ষে্ বে মানান ।

এখন যদি কেউ বলে,"ভাই আপনি কি ২১ টাকায় কাজ করেন ? তাহলে আপনার কেমন লাগবে ? । প্রায় দেখা যায় অনেকে অশ্লীল ভাষাও ব্যবহর করেন যদিয় তার দরকার ছিলনা ।
আমাদের এ প্রবনতা পরিহার করা উচিৎ বলে আমি মনে করি ।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু! আমি নিজে একজন ভুক্তভোগী এন যখন-ই যাই এ ধরনের ঘটনা দেখি... অহেতুক কিছু বানিয়ে বলার বা লিখার অভ্যাস আমার নেই! লিখি মাঝে মাঝে রম্য লেখাতে!

৫| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

সাদা মনের মানুষ বলেছেন: ওদের কইলজা ছোট ;)

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা হয়ত!

৬| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: সেবা দেয়ার চেয়ে (সেবা ??) নেয়া ওদের কাছে বেশী জরুরী বা গুরুত্বপূর্ণ।





ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া!

৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮

কলমের কালি শেষ বলেছেন: শত বিশে দুই হাজার হয় । ২০ দিনে ৪০ হাজার । বুঝতে হবে । B-)

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম! দারুন হিসাব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.