নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ” তে শুধু ভুল-ই বুঝলে বালক ভালোবাসাটা বুঝলে না...
“ট” তে শুধু টাকাই চিনলে টানটা দেখলে না...
“ম” তে শুধু মেয়ে-ই চিনলে মায়া চিনলে না...
“গ” তে শুধু গালি-ই দিলে গানটা আর গাইলে না...
“হ” তে শুধু হুমকি-ই দিলে হারামী বলে কাছে টানলে না...
“ক” তে শুধু কষ্টই দিলে কথা তো রাখলে না...
“ব” তে শুধু বাস্তবতা বুঝলে বালক, বালিকাকে বুঝলে না...
“অ” তে শুধু অন্যায় করলে অমায়িক হতে পারলে না...
“প” তে শুধু প্রতারণাই করে গেলে পরম মমতায় আগলে নিতে পারলে না !
(পরে আরো কিছু যোগ হবে)
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমিও সব অক্ষর থেকে মিলিয়ে একটা শব্দ দিতে চেয়েছিলাম... কিন্তু ঘাড় টনটন করছে ব্যাথায় ---তাই ঠিকমত লিখিনি- যেটা মনে পড়েছে সেটাই দিয়েছি ভাইয়া! পরে সময় করে-- অক্ষর দিয়ে মিলিয়ে মানে সব অক্ষর সাজিয়ে একটা শব্দ দেয়ার চেষ্টা করবো! অনেক ধন্যবাদ ! হু মাঝে মাঝে একটু অনিয়মিত হয়ে যাই!
২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
রায়হান চৌঃ বলেছেন:
নাহ... আপনি এখনো ঠিক একই জায়গা তে ই আছেন....
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসার ক্ষেত্রটার জায়গা বেশি পরিবর্তন করতে নেই... তাতে ভালোবাসার মর্যাদা থাকে না......।।
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
সালমান মাহফুজ বলেছেন: “ক” তে শুধু কষ্টই দিলে কথা তো রাখলে না...
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু...।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
রায়হান চৌঃ বলেছেন:
আপনি শিক্ষক মানুষ... সুতরাং আপনার হাইথট লেভেল এর চিন্তাভাবনা থাকতে ই পারে.... তবে সত্যি কোন তলা বিহিন ঝুড়িতে এত ভালোবাসা রাখছেন আল্লাহই ভালো জানেন..... আল্লাহ আপনাকে সাহায্য করুক.... আরো একটু বুদ্দি দিক........ ভালো থাকবেন
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত ক্ষ্যাপলেন কেন ভাই!!!!!!
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
শাহ আজিজ বলেছেন: উনি ভাবছে ওয়াজ মাহফিল চলতেছে , ঢুইকা দেখে নাছারাদের কাব্য , তাই মেজাজ খারাপ
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: বর্ন গুলো আরে সাজিয়ে লেখা যেত। যেমন
ক
গ
..
..
..
আর আপনার সাজানোতে যদি কোন অর্থ থেকে থাকে তবে ভিন্ন কথা।
লেখায় + সমেত লাইক।
অনেক অনেক ভাল লেগেছে আপনার পোষ্ট।
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাটিা যদিও সে এখন নিয়মিত ভাবে অনিয়মিত।