নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দুষ্টু বালকের ফেসবুকীও প্রেম/পিরিতি ! (চাইলে বালকে রা কিছু বলতে পারে)

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

ইস্যু পেলেই মারছো বসে স্ট্যাটাসে স্ট্যাটাসে
রঙ্গ তামশায় মেতে উঠছো আমার অ্যাবসেন্সে !
শাঁকচুন্নিদের সাথে তুমি, করছো কত কি শেয়ার
করছো না কেন তুমি, আমার কোন কেয়ার?
সানি/মানি/শীলা/মিলাকে উঠাচ্ছো তুমি বাইকে
আমার বেলায় কিপ্টুস তুমি, কেন একটা লাইকে?
মাইয়া দেখলেই দিচ্ছো তুমি একটা করে কমেন্ট
আমার বেলায় নেই কেন তোমার, একটুখানি রিলেন্ট! (বিগলিত হওয়া )
রাত বাড়লেই মেতে ওঠো চামেলীদের সাথে চ্যাটে
পয়সা থাকে না আমার সাথে গেলে তুমি ডেটে...!
লুতুপুতু তুমি হয়ে যাও, কটকটির সাথে মেসেজে
আমায় তুমি বসিয়ে রাখো, ঘণ্টার পর ঘন্টা প্যাসেজে!
ভালবেসে করছো তুমি একে-ওকে ট্যাগ
আমায় তুমি করলে কেন শুধু শুধু ত্যাগ ?
ভাললাগার কথায় করছো তুমি, ঊর্মিলাদের ম্যানশন
রাত-দিন আমায় তুমি, দাও কেন এত টেনশন?
ইমো দিয়ে পাঠাও তুমি, কত্ত কিসি ললনাদের ঠোঁটে
দুঃখ যত বাড়তে থাকে আমার লেখা সব নোটে !
চোখ মারো তুমি বইসা বইসা সাহারাকে অ্যাপস- এ
মান-অভিমান চলতে থাকে আমার সাথে তোমার গ্যাপস-এ !
দুদিন না দেখলে তুমি মৌকে মারো পোক
আমার প্রতি কমছে কেন তোমার সব ঝোঁক ?
চুপি চুপি বর্ষাকে তুমি, করছো কত মেইল
আমার বেলায় থাকে না কেন, তোমার কোন বেইল?

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: কিতা আর কমু ! কবিতা পইড়া তব্দা খাইয়া গেলাম !!! বাক্রুদ্ধ !! =p~


প্লাস লন ( বিরস বদনের ইমো হবে )

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খালি তব্দা খাইলে চলবে না বাহে জি! মুড়ি খান, সাথে ঘাস-লতা-পাতা- টিকটিকি- তেলাপোকা এইসব দিয়ে মাখিয়ে...। হাহহা! আমি ইমো দিতে পারি না! (চোখ মারার ইমু হইবেক) ! লইলাম + !

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

সাইআনাইড বলেছেন: অস্থির!পুরা ডাউনলুড হয়ে গেলাম পড়ে!!!!

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হায় হায় বলেন কি!!!!!! একদুম দাউনলুদ!

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগ সন্ত্রাসীটা দেখি কবিতাও লিখতে জানে।


লাইক , লাইক এবং লাইক টু দি পাওয়ার এন,




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এখন তো নিজের বিজ্ঞাপন দিতে হয় ভাইয়া! আমি ইত্তেফাকের ঠাট্টায়, আমার দেশের ভিমরুলে রম্য লিখতাম, এছাড়া আকশালীনা/ সবুজের গান/ সাপ্তাহিক/ সাপ্তাহিক-২০০০/ মৌচাকে ঢিল এ সহ আরো কিছু পত্রিকায়, গল্প/কবিতা/ফান/ আদারস লিখতাম, লিখি এখনো মাঝে মাঝে! এটাও একটা পত্রিকায় দেয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পাবলিশ করে দিয়েছি ফেবু এন ব্লগে! অনেক ধন্যবাদ !

৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: শুনতে শুনতে তোমার বকা কান ঝালাপালা
দাড়াও একটু কিনে আনি শাহবাগের মালা
রাগ টাগ ঝেড়ে ফেলে বাড়িয়ে দিও গলা
মা তোমার দেয়না যেন আবারো কানমলা ।

দিচ্ছি কথা সব গুলোকে করে দেবো ব্লক
আমি তুমি রইব বসে মুখোমুখি নির্বাক
পাঠাও দেখি বিক্যাশ করে দাও কিছু মাল
পকেট খালি বেকারের এইত নিত্য হাল ।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ! ভাল মিলিয়ে দিয়েছেন তো ভাইয়া!

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ হৈসে ছড়া।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~এই লুইচ্চা পোলার জন্য এত দরদ ক্যান !! :|| :|| :|| |-)


০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা এটা যে আমার বালক কে বলছে! এটা রম্য দুষ্টু বালকদের নিয়ে! পত্রিকায় দেয়ার আগে এখানে দিয়ে ফেলেছি!

৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আগের কোন হিসাবের সাথে মিলিয়ে দেখিনি তো?


এখন একটু একটু করে সব হয়ত মিলে যাবে। কি আ তে লেখা বের হয়?




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তাই বুঝি! কি আ তে বুঝলাম না!

৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

আবু শাকিল বলেছেন: ফেসবুকারদের এভাবে না মারলেও পারতেন !!!

লাগে ত =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! একটু- আধটু মাইর না দিলে কি মজা পাওয়া যায়......।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি!

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!

১০| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



চরম কোবতে হয়েছে... :D

শালার ব্যাটা এইবার বুঝুক ইপ্সিতা আপু কি দুর্ধর্ষ ... B-)

+++++++++++++++++ বন্যা দিলাম। !:#P

=p~ =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অ্যা অ্যা হুহুহহ কান্নার ইমো হইবেক! এইটা তো রম্য ছড়া! পত্রিকায় দেয়ার কথা ছিল কিন্তু ফেবু আর ব্লগে আগেই দিয়ে দিয়েছি! আর যেহেতু বালিকা লিখেছে তাই বালকের কথাই এসেছে! হাহহা! আপনি কোন বালককে গালি দিলেন!! খাইছে ভাগ্যিস আপনার অই শালার ব্যাটা দেখে নাই... দেখলে তো আপনাকে সহ আমাকে আছাড় মারতো! তবে কথা সত্য, আপু কিন্তু দুর্ধর্ষ-ই ! অনেক ধন্যবাদ ভাইয়া এত্তগুলা + এর জন্য!

১১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



পত্রিকায় দিলে এক কপি দিয়েন কিন্তু আমারে। :)

অগ্রীম গালি দিয়ে রাখলাম যেন সেই বালক বালিকাকে জ্বালাতে না পারে। B-))

আমার এই দুর্ধর্ষ বোনটির জন্য অনেক অনেক অনেক শুভকামনা থাকল।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা এখন আর দেয়া যাবে না! রকমারি রম্য তে দিতাম! হাহহা! তবে আমার জানামতে এক বালক আছে সে তো গালির মাস্টার! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন সব সময়!

১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

তুষার কাব্য বলেছেন: সেইরাম ...! :D

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিরাম?

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

রেজা এম বলেছেন: আলুর মতো ;) ;)

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: 8-| 8-| 8-| 8-| 8-|

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.