নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একে তো ভুটকি (মুটকি) এরপর পায়ের নখ... ( দু’দিন আগের ঘটনা! )

১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

>সঞ্চয় অফিসে গিয়েছিলাম! বসেছিলাম, এক মহিলা তার মেয়ে সহ ঢুকছে, মেয়েটা বেশ মোটা! কেন জানিনা মেয়েটা ঢুকতেই তার পায়ের দিকে আমার চোখ গেল! ওমা! তাকিয়ে দেখি ইয়া বড় বড় পায়ের নখ! দেখে বুঝলাম, বুড়ো নখগুলো সে আলগা নখ লাগিয়েছে কিন্তু এত্ত বড়! পাশের ৪টা নখ আসল! যাক মেয়েটা এসে পেছনে বসলো ! কিছুক্ষণ পর পর মেয়েটা চেয়ারের তলা দিয়ে পা বাড়িয়ে দেয় আর সেই আলগা বুড়ো নখের খোঁচা এসে আমার পায়ে লাগে! দু/একবার ঘুরতেই মেয়েটা পা ঠিক করে বসে!

>আমাদের কাজ শেষ আমরাও বের হচ্ছি, এর মধ্যে মেয়েটার ফোন আসে সেও বের হতে যায়, ঘটনাচক্রে আমার-ই পিছে মেয়েটা আসে, তাড়াহুড়োতে আমার সাথেই ধাক্কা লাগে, হোঁচট খাওয়ার মত অবস্থা, মেয়েটার আলগা নখ খুলে যায়! একে তো মোটে আন্টি- আমি মরছিলাম আর একটু হলেই, এরপর তার পায়ের নখ খুলে যাওয়া! এত কিছুর ভেতরেও তার নখ খুলে যাওয়াটা আমাকে হাসিয়ে ছেড়েছে!

>হাতের নখ বড় দেখি, নিজের ও আছে (অত বড় না) কিন্তু পায়ের ইয়া বড় আলগা নখ! একদম খাচ্চরনীর মত লাগছিলো!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শুধু ভুটকি না বেয়াদব। না হলে আপনাকে পা দিয়ে খোচা দেয় ?

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই, সে ইচ্ছে করে অবশ্য অই কাজ করে নাই কিন্তু তার অই আলগা নখ এতটাই বড় ছিল যে সে পা বাড়িয়ে সামনে দিলেই তা আমার পায়ের পিছে এসে খোঁচা মারছিলো!

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

ভিটামিন সি বলেছেন: একদম খাচ্চরনীর মত লাগছিলো! গুড এক্সপ্রেশন।

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! কি যে বলেন না ভাইয়া!

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

সরদার হারুন বলেছেন: যার যা রুচি সে তা করবে তাতে কেউ ভাল বলুক আর নাইবা বলুক ।
আলগা নথ,আলগা চোখ,আলগা,ভাই এমনকি আলগা স্বমীও লাগানে্া হচ্ছে।
(Boy friend).বলে শোনা যায় ।

আল্লাহ আমাদের নব্য সমাজকে রক্ষা করতে আর একজন অাজরাইল বানায়ে পাঠাও।

লেখায় দিলেম+++++++++++++++

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আলগা গার্লফ্রেন্ড তাহলে বাদ যাবে কেন ভাই? অনেক ধন্যবাদ !

৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

 বলেছেন: :D

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চিন্তিত?

৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১

সকাল হাসান বলেছেন: কোন তান্ত্রিকের শিষ্য হয়তো :P

১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কি জানি?

৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৩

সরদার হারুন বলেছেন: boy friend and girl friend তো টাকার এ পিট এবং ও পিট । টাকাতো একটাই । তাই গার্ল ফ্রেন্ডের কথা উল্লেখ করিনি । কথায় আছেনা কান টানলে মাথা আসে । তাই আর কি ....।

১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?

৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার ব্যক্তিগত মতামাত এটি,



এ জাতীয় লোক গুলার পারিবারিক ইতিহাসও ঠিক নেই। তাই সব আলগা দিয়ে সারতে চায়।

লেখায় ++



ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাইয়া! হতে পারে! অনেক ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.