![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>প্রেমের কারনে কিংবা অন্য কারনে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়া হয় মেয়েদের অহরহ! সেই ধারাবাহিকতায় এখন রেহাই পাচ্ছে না ছেলেরাও!
>ঘটনা কুমিল্লার! জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত এসিডে জেডিসি পরীক্ষার্থী সাহাবুদ্দিনের শরীরের বিভিন্ন অংশ সহ শ্বাসনালী ঝলসে গেছে! দুর্বৃত্তদের এ নির্মম পাষণ্ডতায় জেডিসি পরীক্ষায় তার আর অংশ নেয়া হলো না! (খবর-ইত্তেফাক)!
>>একটা জিনিস আজো মাথায় আসে না... এই এসিড এতই সহজলভ্য কেন? যে মানুষ চাইলেই তা কিনতে পারছে, আবার চাইলেই তার অপব্যবহার করতে পারছে! যে জিনিসটার অপব্যবহারে মানুষের জীবনটাই বরবাদ হয়ে যায়- তা কি করে সহজলভ্য হয়, কি করে মানুষ তা সহজে পেয়ে যায়! আইন আছে ঠিক-ই কিন্তু কমেনি এই এসিডের অপব্যবহার! কিংবা দেখতে পাইনি এমন কোন বিচার যা দেখে অন্যরা শিক্ষা পেয়েছে!
১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভহাবহতা বেড়েছে বই কি কমেনি! সাবধানে থাকলেও কে কখন এইসব জানোয়ারদের দ্বারা আক্রমনের শিকার হবে বলা যায় না! ভাল থাকবেন!
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই ছোট্ট ছেলার প্রতি বা কোন ক্ষোভ থাকবে???
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী।
১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই......।। কেন?
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
অপূর্ণ রায়হান বলেছেন: এসিড সন্ত্রাস আবার মাথাচাড়া দিয়ে উঠছে ! ভয়াবহ !
ভালো থাকবেন , সাবধানে থাকবেন ।