নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঘরত নাই কুনো মুখোত মাখে স্নো......।।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

>কথাটার মানে হলো- যার ঘরে কিছু নাই তার ফুটানী করে মুখের রূপচর্চা করতে গিয়ে স্নো মাখা কিংবা ১২০০/ টাকা দিয়ে ওলে টোটাল ইফেক্ট মাখার বিলাসিতা মানায় না! মধ্যবিত্তরা এটা- মধ্যবিত্তরা সেটা, বলে গলা ফাটানো কিছু মধ্যবিত্তই এটা কেন করে বুঝি না!
> আমার ঘরে যদি অভাব থাকে, আমাকে সেভাবেই চলতে হবে! ধার-দেনারও একটা লিমিট থাকা চাই! যা আমি শোধ করতে পারবো না তার থেকে বেশি ধার নিয়ে চলাটা কিংবা এক লাফে উপরে ওঠার স্বপ্ন এইসব মানুষেরা কেন দেখে বুঝি না!
>আমার কথা হল- আমার যা আছে তা দিয়েই আমাকে চলতে হবে, আলগা ফুটানীর দরকার কি? চেষ্টা থাকতে পারে উপরে ওঠার, সচ্ছল হওয়ার, কিন্তু সেই পথটাও সেরকম-ই হওয়া উচিৎ যেখানে পরবর্তীতে বিপদের বা সব হারানোর সম্ভাবনা নেই!
>আসল কথাটা হল- এইভাবে উপরে উঠতে গিয়ে এই শ্রেনীর মধ্যবিত্তরা টাকার কাছে নিজেকে বিক্রি করে, তারা সংযমী হতে শিখে না, সংযমী হয় না! ফলাফল- ধরা খেলে একেবারে ডুবে যাওয়া !
>>প্রত্যেকটা মানুষের -ই সংযমী হয়ে, হিসেব করে পা ফেলে জীবন ও সংসারের পথে চলতে হয়! এতে ভুরি ভুরি সচ্ছলতা না আসলেও একেবারে ডুবে যাবার আলগা চিন্তা থাকে না!
(নিজের চারপাশে থাকা কয়েকজনের বিধ্বস্ত অবস্থা দেখে)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আসলে পরিমিতী বোধ না থাকলে জীবনে সাফল্য আশা করা ঠিক না।




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! কিন্তু এই ব্লগের কি হইছে! মেজাজ খারাপ হচ্ছে! মানুষের আইডি দিয়ে নিজের ব্লগে ঢুকতে হচ্ছে! এরপর আবার সমস্যা ! হুরররর!

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

লাজুক ছেলে...... বলেছেন: আপুনি (আপু) আপনার লেখাটা আমার বউ এর জন্য অতীব শিক্ষামুলক।আজিকেই ইহা তাহাকে দেখাইব,পড়াইব এবং মুখস্থ করাইব।
আপনাকে ধন্যবাদ।

"ভাল থাকুক এই সন্ত্রাসীটা" ভাইডি আন্নে হ্যাতেরে এই কতাডা কিল্লাই কন আয়ারে এড্ডু কইতেন না নি ? রহস্য কি
?@ইমতিয়াজ ১৩

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ ভাইয়া, ভাবী যদি আপনাকে মারে তাহলে কিন্তু আমার দোষ নাই!

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সকাল রয় বলেছেন:

বাহ!

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

কলমের কালি শেষ বলেছেন: খালি কলছি বাজে বেচি এইডা কি হুনুইন্যায়নি !!

আয় বুঝে ব্যয় করার ব্যপারটা অনেকে ভুলে যায় । আফচুচ ।

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই! ধন্যবাদ !

৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারিপার্শিকতা থেকে চমৎকার শিক্ষা ,

৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উপলব্দি আর

৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দার্শনিক কথাবার্তার

৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উপস্থাপন ।

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইয়ে ক্যায়া স্টাইল হ্যাঁয় ভাইয়া! হু পারিপার্শ্বিক পরিবেশ দেখে বললাম! তবে এমন ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটতেই থাকে! ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.